Qatar vs Ecuador FIFA WC: প্রথম ম্যাচে আয়োজক কাতারের মুখোমুখি ইকুয়েডর, কখন, কোথায় দেখবেন খেলা?
FIFA WC: এর আগে তিনবার মুখোমুখি সাক্ষাৎ-এ কাতার ও ইকুয়েডর একে অপরের মুখোমুখি হয়েছে। উভয় দলই একটি করে ম্যাচ জিতেছে। একটি ম্যাচ ড্র হয়েছে।
![Qatar vs Ecuador FIFA WC: প্রথম ম্যাচে আয়োজক কাতারের মুখোমুখি ইকুয়েডর, কখন, কোথায় দেখবেন খেলা? FIFA World Cup 2022 Opening Match Qatar vs Ecuador Match Overview Head to Head Record Time Live-Streaming Details Prediction Qatar vs Ecuador FIFA WC: প্রথম ম্যাচে আয়োজক কাতারের মুখোমুখি ইকুয়েডর, কখন, কোথায় দেখবেন খেলা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/20/3cccd55a48d66a05705335ca2b04d80a1668939430831507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আল খোর: আজ শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA WC 2022) মহারণ। বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামছে আয়োজক কাতার। প্রতিপক্ষ ইকুয়েডর (Qatar vs Ecuador)। আট বছর পর বিশ্বকাপে নামতে চলেছে লাতিন আমেরিকার দেশটি। অপরদিকে, ঘরের মাঠে নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে অবশ্যই ভাল পারফর্ম করতে মরিয়া হবে কাতার। দুই দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় গোটা বিশ্ব।
কোথায় হবে খেলা?
আল বায়েত স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচটি।
কখন শুরু কাতার বনাম ইকুয়েডর ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী রাত ৯.৩০টায় ম্যাচটি শুরু হবে।
কোথায় দেখা যাবে কাতার বনাম ইকুয়েডর এই ম্যাচটি?
স্পোটর্স ১৮ নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে জিও সিনেমা অ্যাপে দর্শকরা ম্যাচটি দেখতে পারবেন।
হেড-টু-হেড রেকর্ড
কাতার ও ইকুয়েডর এর আগে তিনবার একে অপরের মুখোমুখি হয়েছে। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। একটি ম্যাচ ড্র হয়েছে।
শেষ সাক্ষাৎ
২০১৮ সালের অক্টোবরে দুই দল শেষবার একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে কাতার ৪-৩ গোলে জয়ী হয়।
ছিটকে গেলেন বেঞ্জেমা
মেগা টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই বিরাট বড় ধাক্কা গত বারের চ্যাম্পিয়ন দল ফ্রান্স। টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে ছিটকে গেলেন ব্যালন ডি'অর জয়ী তারকা স্ট্রাইকার করিম বেঞ্জেমা (Karim Benzema)। শনিবার রাতে ফরাসি দলের অনুশীলনের সময় চোট পান ৩৪ বছর বয়সি তারকা। এই চোটের ফলেই তাঁর বিশ্বকাপে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।
বাঁ-দিকের উরুতে অনুশীলনের সময় চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেঞ্জেমা। বেঞ্জেমা শনিবার ফরাসি দলের হয়ে প্রথমবার সম্পূর্ণ অনুশীলনে অংশগ্রহণ করছিলেন, আর সেই অনুশীলনেই লাগে চোট। ব্যথা অনুভব করায় প্রাথমিকভাবে তিনি অনুশীলন ছেড়ে বেরিয়ে যান। তারপরেই পরীক্ষার পর ফরাসি ফুটবল ফেডারেশনের তরফে বেঞ্জেমার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়। এক বিবৃতিতে ফেডারেশনের তরফে বলা হয়, 'করিম বেঞ্জেমা ফুটবল বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। বাঁ-দিকের উরুতে চোট পাওয়ায় তিনি বিশ্বকাপে খেলতে পারবেন না। দোহার এক হাসপাতালে ওঁর এমআইএর করার পর জানা যায় ওঁর পেশি ছিঁড়ে গিয়েছে।'
আরও পড়ুন: উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি, কাতার পাড়ি জগদীপ ধনকড়ের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)