Argentina vs Spain: ফাইনালিসিমার অপেক্ষা শুরু ফুটবলপ্রেমীদের, মেসি বনাম ইয়ামাল লড়াই কবে?
Finalissima 2025: ইউরোপ সেরা দলের সঙ্গে লাতিন আমেরিকার সেরা দলের দ্বৈরথ। যে টুর্নামেন্ট শুরু হয়েছে ২০২২ সালে। সেবার ফাইনালিসিমায় মুখোমুখি হয়েছিল ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও কোপা জয়ী আর্জেন্তিনা।
মায়ামি: রণডঙ্কাটা বাজিয়ে দিয়েছিলেন লামিন ইয়ামাল (Lamine Yamal)। ১৭ বছরের যে স্পেনীয়কে ফুটবল গ্রহের নবতম বিস্ময় বলা হচ্ছে। যিনি সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে ইউরো কাপে খেলে ও গোল করে ইতিহাসে নাম তুলেছেন।
সেই ইয়ামাল ফাইনালের আগেই জানিয়ে দিয়েছিলেন, স্পেন ইউরো কাপ (Euro Cup) চ্যাম্পিয়ন হলে আর আর্জেন্তিনা (Argentina) কোপা আমেরিকা (Copa America) জিতলে একটা ম্যাচের জন্য অপেক্ষায় থাকবে ফুটবল বিশ্ব। সেটা হল ফাইনালিসিমা। কী এই ফাইনালিসিমা? ইউরোপ সেরা দলের সঙ্গে লাতিন আমেরিকার সেরা দলের দ্বৈরথ। যে টুর্নামেন্ট শুরু হয়েছে ২০২২ সালে। সেবার ফাইনালিসিমায় মুখোমুখি হয়েছিল ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও কোপা জয়ী আর্জেন্তিনা। ইতালিকে ৩-০ গোলে চূর্ণ করে ট্রফি জিতেছিল আর্জেন্তিনা।
ইয়ামালের স্বপ্ন সত্যি করে ইউরো কাপ জিতে নিয়েছে স্পেন। চতুর্থবার ইউরো কাপ জিতে ইতিহাসে জায়গা করে নিয়েছেন লা রোহারা। অন্যদিকে, আর্জেন্তিনাও কোপা চ্যাম্পিয়ন হয়েছে। ১৬তম কোপা জিতে নজির গড়েছেন লা আলবিসেলেস্তেরাও। ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে উড়িয়ে ইউরোপ সেরা হয়েছে স্পেন। কোপা ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। তারপর থেকেই ফুটবল বিশ্বে আলোচনা শুরু হয়ে গিয়েছে ফাইনালিসিমা নিয়ে।
কারা মুখোমুখি হবে ফাইনালিসিমায়?
ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা বিজয়ী লিওনেল মেসির আর্জন্তিনা। কবে হবে এই টুর্নামেন্ট? উয়েফা ও কনমেবল কর্তারা এখনও দিনক্ষণ ঘোষণা করেননি। কোথায় খেলা হবে তাও এখনও নির্ধারিত নয়। তবে পরের বছর অর্থাৎ ২০২৫ সালে হবে ফাইনালিসিমায
যে ম্যাচ হতে চলেছে গুরু-শিষ্য দ্বৈরথ। মেসিকে আদর্শ মেনেই যে বড় হচ্ছেন ইয়ামাল। দুজনেরই শিকড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমি। ইউরো কাপ ও কোপা আমেরিকা চলাকালীনই একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। শিশু ইয়ামালকে স্নান করাচ্ছেন মেসি। বাথটবে রয়েছেন ইয়ামাল। তারপরই জানা যায় যে, একটি ফটোশ্যুট ছিল সেটি। যদিও তখন কারও পক্ষে বোঝা সম্ভব ছিল না যে, মেসি একদিন ফুটবল গ্রহের সেরা তারা হবেন। আর ইয়ামাল হবেন বিস্ময় বালক।
সোমবার আর্জেন্তিনা কোপা জিততেই মেসির পাশাপাশি ইউরো ট্রফি নিয়ে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইয়ামাল। সঙ্গে ক্যাপশন, 'ফুটবলের জয় হল।' ভক্তরা এখন থেকেই মেসি বনাম ইয়ামাল দেখার দিন গুনছেন।