Kerala Football Tragedy: ফুটবল মাঠে ভয়াবহ কাণ্ড, আতসবাজি ফেটে আহত তিরিশজনেরও বেশি দর্শক
Football Ground Mishap: খেলা শুরুর আগে মাঠে আতসবাজি পোড়ানো হয়। আরিকোড় পুলিশ সূত্রে খবর, আতসবাজি ফেটে তা চারদিকে ছড়িয়ে পড়ে।

মলপ্পুরম: ফুটবল ম্যাচ দেখতে গিয়ে আতসবাজি ফেটে আহত হলেন তিরিশজনেরও বেশি দর্শক। কেরলের (Kerala) মলপ্পুরম জেলার আরিকোড়ে আয়োজিত হয়েছিল ফুটবল ম্যাচ। খেলা শুরুর আগে মাঠে আতসবাজি পোড়ানো হয়।
আরিকোড থানার পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ফলেই খেলা দেখতে আসা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। হুড়োহুড়িও শুরু হয়। অনেকেই আহত হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই স্থানীয় বাসিন্দা এবং ফুটবল খেলা দেখতে আসা দর্শক। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। জানা গিয়েছে, আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়।
যদিও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। তাঁদের মতে, এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণে প্রশাসনের আরও সতর্ক থাকা উচিত ছিল। স্থানীয় ফুটবল ক্লাব এবং সংগঠকরা অবশ্য দুঃখপ্রকাশ করেছেন।
পুলিশ জানিয়েছে, এ ধরনের আতসবাজি পোড়ানোর আগে স্থানীয় প্রশাসন বা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া উচিত ছিল। বিশেষ ধরনের নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা উচিত ছিল। তারা আরও জানিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখে পুরো বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হবে এবং ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
দুর্ঘটনার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর অনেকেই ফুটবল মাঠে আতসবাজির ব্যবহার নিষিদ্ধ করার দাবি তুলেছেন।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির পর একসঙ্গে অবসর তিন মহাতারকার? মন খারাপ হয়ে যেতে পারে ক্রিকেটপ্রেমীদের
আরিকোড় পুলিশ সূত্রে খবর, আতসবাজি ফেটে তা চারদিকে ছড়িয়ে পড়ে । তাতেই জখম হন মাঠে খেলা দেখতে আসা দর্শকরা। দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরিকোড় পুলিশ সূত্রে খবর, কারও জখম গুরুতর নয়। তবে আরও বড় বিপত্তি ঘটতে পারত ।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের একাদশ? চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই চমক?






















