Sourav Ganguly: মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ, বড় ঘোষণা সবুজ-মেরুন শিবিরের
Mohun Bagan Ratna: এ বছরের মোহনবাগান রত্ন হচ্ছেন সৌরভ। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন দেওয়া হবে সৌরভকে।
সৌমিত্র কুমার রায়: তিনি জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক। যাঁর কভার ড্রাইভ দেখে মুগ্ধ হয়েছেন আপামর ক্রিকেটপ্রেমীরা। রাহুল দ্রাবিড় যাঁকে নিয়ে বলেছিলেন, অফসাইডে প্রথমে ঈশ্বর। তারপর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বর্ণময় ক্রিকেট কেরিয়ারে পেয়েছেন একাধিক কোহিনূর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মসনদেও ছিলেন। এবার সেই সৌরভের মুকুটে যুক্ত হচ্ছে আর একটি পালক।
এ বছরের মোহনবাগান রত্ন হচ্ছেন সৌরভ। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে (Mohun Bagan Day) মোহনবাগান রত্ন (Mohun Bagan Ratna) দেওয়া হবে সৌরভকে। বৃহস্পতিবার মোহনবাগানের এগজিকিউটিভ কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত হল।
মোহনবাগান দিবসে সেরা উঠতি ফুটবলারের পুরস্কার পাচ্ছেন সুহেল ভাট। সেরা সমর্থকের পুরস্কারও দেবে শতাব্দীপ্রাচীন ক্লাব। সেরা সমর্থকের পুরস্কার পাচ্ছেন বাপি মাজি ও অজয় পাসোয়ান। "প্রতুল চক্রবর্তী রেফারি সম্মান" এবার পাবেন প্রাক্তন রেফারি দিলীপ সেন। প্রাক্তন ফুটবলার মানস মুখোপাধ্যায় এই নামটি বৈঠকে প্রস্তাব করেছেন। এই সম্মান এবারই প্রথম চালু হল। সেরা ফুটবলার হয়েছেন দিমিত্রি পেত্রোতস। সেরা ফরওয়ার্ড মনবীর সিংহ। লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন রবিন মুখোপাধ্যায়।
সৌরভ বরাবরই ফুটবলপ্রেমী। সেন্ট জেভিয়ার্স দলকে নেতৃত্ব দিতেন। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ক্রিকেটার নয়, ছোটবেলা তিনি স্বপ্ন দেখতেন বড় হয়ে ফুটবলার হবেন। ক্রিকেটার হওয়ার পরেও কমেনি তাঁর ফুটবল প্রেম। দিয়েগো মারাদোনার ভক্ত সৌরভ। ভাল লাগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও। বাংলার ফুটবল মাঠের খোঁজ খবরও রাখেন নিয়মিত।
আইএসএল (ইন্ডিয়ান সুপার লিগ) শুরু হওয়ার পর কলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিকানা কেনে লা লিগার ক্লাব আতলেতিকো দে মাদ্রিদ। সেই সময় বাংলার কয়েকজন শিল্পপতির সঙ্গে ফ্র্যাঞ্চাইজির অন্যতম অংশীদার ছিলেন সৌরভও। আতলেতিকে দে কলকাতা, যে দল এটিকে নামেই বেশি পরিচিত ছিল। প্রথম আইএসএলে চ্যাম্পিয়ন হয়ে সাড়া ফেলেছিল এটিকে। পরে মোহনবাগান সুপার জায়ান্ট নামে সবুদ-মেরুন শিবিরের সঙ্গে সেই দল মিশে যায়।
আর সেই ক্লাবেরই বিশেষ স্বীকৃতি পাচ্ছেন মহারাজ।
আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।