Indian Football Team: নতুন কোচের তত্ত্বাবধানে প্রথম জয়ের লক্ষ্যে ভারত, কোথায়, কখন, কবে দেখবেন মালয়েশিয়া ম্যাচ?
India vs Malaysia: আন্তর্জাতিক ফুটবল সপ্তাহে হায়দরাবাদে মালয়েশিয়ার বিরুদ্ধে একমাত্র ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল।
হায়দরাবাদ: আগামী ১৮ নভেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে (India vs Malaysia) হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে যে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে চলেছে ভারত (Indian Football Team), তার প্রস্তুতি শিবির ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ভারতীয় দলের ফুটবলাররা।
বিশ্বকাপের বাছাই পর্বের দৌড় থেকে ছিটকে গেলেও আগামী এশিয়ান কাপে ভারতের খেলার সম্ভাবনা এখনও যথেষ্ট রয়েছে। সেই পরীক্ষায় ওতরাতে হবে আগামী বছর মার্চ মাসে, এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে। তার প্রস্তুতির জন্য যে তিনটি আন্তর্জাতিক উইন্ডো রয়েছে, তার তৃতীয়টিতে হচ্ছে এই ম্যাচ।
হায়দরাবাদ থেকে এই ম্যাচের সরাসরি টিভি সম্প্রচার করার দায়িত্ব নিয়েছে স্পোর্টস ১৮, যারা ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত ম্যাচের সরাসরি সম্প্রচার করে। এ ছাড়াও লাইভ স্ট্রিমিংও হবে, যা দেখা যাবে জিও সিনেমা অ্যাপে।
এফসি গোয়ার স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তিনটি ম্যাচ খেলেছে ভারত। তবে একটিও জিততে পারেনি। সেপ্টেম্বরে ইন্ডিয়ান সুপার লিগ শুরুর ঠিক আগে দেশের মাঠে ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার কাছে তিন গোলে হেরে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যায়। তার আগে মরিশাসের সঙ্গে গোলশূন্য ড্র করে। গত মাসে ভিয়েতনামের বিরুদ্ধে ১-১ ড্র করে তারা। গত বছর নভেম্বরের পর থেকে এখনও জয়ের মুখ দেখেনি ভারতীয় দল।
এই আন্তর্জাতিক উইন্ডোর জন্য ইন্ডিয়ান সুপার লিগ ২২ নভেম্বর পর্যন্ত সাময়িক ভাবে বন্ধ রয়েছে। গত রবিবার ওডিশা এফসি ও মোহনবাগান এসজি-র মধ্যে ম্যাচের পর ফের পাঞ্জাব এফসি ও নর্থইস্ট ইউনাইটেডের মধ্যে ম্যাচের মাধ্যমে লিগ শুরু হবে ২৩ নভেম্বর।
এই ম্যাচের জন্য মার্কেজের ঘোষণা করা প্রাথমিক দলে রয়েছেন গোলরক্ষক: অমরিন্দর সিংহ, গুরপ্রীত সিংহ সান্ধু, বিশাল কয়েথ; ডিফেন্ডার: আকাশ সাঙ্গওয়ান, আনোয়ার আলি, আশিস রাই, চিংলেনসানা সিংহ, হমিংথানমাউইয়া রালতে, মেহতাব সিংহ, রাহুল ভেকে, রোশন সিংহ নাওরেম, সন্দেশ ঝিঙ্গন; মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, জিকসন সিংহ, জিথিন এমএস, লালেংমাউইয়া রালতে (আপুইয়া), লিস্টন কোলাসো, সুরেশ সিংহ ওয়াংজাম, ভিবিন মোহনন; ফরোয়ার্ড: এডমন্ড লালরিনডিকা, ইরফান ইয়াডওয়াড, ফারুখ চৌধুরি, লালিয়ানজুয়ালা ছাঙতে, মনবীর সিংহ, বিক্রম প্রতাপ সিংহ।
(তথ্য: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: ওড়িশার ঘরের মাঠে নাগাড়ে চতুর্থ ম্যাচে জয় অধরা, তাও দলের পারফরম্যান্সে খুশি মোহনবাগান