Indian Super League: ইস্টবেঙ্গল ও মোহনবাগানের হয়ে বদলা নেবে মহমেডান? হিসেব বদলে দেওয়ার পরীক্ষা সাদা-কালো শিবিরের
Mohammedan Sporting: আইএসএলে রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে মুখোমুখি মহমেডান স্পোর্টিং ও মুম্বই সিটি এফ সি। এই ম্যাচেই প্রথম মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হতে চলেছে মহমেডান এসসি।
কলকাতা: আইএসএলে (ISL) রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে মুখোমুখি মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting) ও মুম্বই সিটি এফ সি (Mumbai City FC)। এই ম্যাচেই প্রথম মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হতে চলেছে মহমেডান এসসি। এর আগে যে চারটি দলের বিরুদ্ধে প্রথম মুখোমুখি হয়েছে মুম্বই, প্রত্যেকবারেই জিতেছে তারা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলকেও প্রথম মুখোমুখি সাক্ষাতে হারিয়েছিল তারা।
কলকাতায় শেষ ন’টি আইএসএল ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে মুম্বই সিটি এফ সি। জিতেছে ছ’বার ও ড্র করেছে দু’বার। চলতি লিগে প্রথম দশটি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিততে পেরেছে তারা, যা তাদের সবচেয়ে খারাপ সূচনা। এর আগে ২০১৪ ও ২০১৫-তেও অবশ্য তাদের সূচনা এমনই হয়েছিল। এপর্যন্ত মোট পাঁচটি ম্যাচে ড্র করেছে তারা। গত মরশুমে সারা লিগে পাঁচটি ড্র করেছিল তারা।
অন্যদিকে, মহমেডান এসসি গত পাঁচটি হোম ম্যাচের প্রতিটিতেই জয়হীন থেকেছে। এর মধ্যে একটি ম্যাচে ড্র করে তারা। তবে গত তিনটি হোম ম্যাচেই হার মেনেছে তারা। তাদের বিদেশী মিডফিল্ডার মির্জালল কাসিমভ ফাইনাল থার্ডে ৭৭.৫% সফল পাস দিয়েছেন। তাদের আর এক বিদেশী মিডিও অ্যালেক্সি গোমেজ ১৫টি গোলের সুযোগ তৈরি করতে পেরেছেন, তবে একটি গোলেও অ্যাসিস্ট করতে পারেনি। এই পরিসংখ্যান লিগের আর কোনও খেলোয়াড়ের নেই।
আরও পড়ুন: ভক্তদের বাঁচানোর জন্য দৌড়ে এলেন, ম্যাচ হারলেও মন জিতে নিলেন হার্দিক
কাদের ম্যাচ
আইএসএলে মুখোমুখি মহমেডান এসসি বনাম মুম্বই সিটি এফসি
কোথায় খেলা
কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা
কখন শুরু
১৫ ডিসেম্বর, ২০২৪, রবিবার, কিক অফ সন্ধ্যা ৭.৩০
সরাসরি সম্প্রচার
স্পোর্টস ১৮-৩- বাংলা, স্পোর্টস ১৮ খেল ও স্পোর্টস ১৮-২- হিন্দি, স্পোর্টস ১৮-১ এসডি ও এইচডি- ইংলিশ চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
অনলাইন স্ট্রিমিং
যাঁরা মাঠে যেতে পারছেন না বা টিভির সামনে বসার সুযোগ পাবেন না, হাতের স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে বাংলা, হিন্দি, ইংরেজি ও মালয়ালম ভাষায় দেখতে পারবেন অনলাইন স্ট্রিমিং।
আরও পড়ুন: স্কুলে গিয়েছেন চতুর্থ শ্রেণি পর্যন্ত, গুকেশের জন্য কাজ ছেড়ে দেন বাবা! যেন রূপকথার কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।