FIFA WC 2022: বিশ্বকাপে ভারত! বিশ্বজয়ের দাবিদারদের দলের গুরুত্বপূর্ণ সদস্য এই ভারতীয়
Belgium Football Team: কাতার বিশ্বকাপে ইডেন হ্যাজার্ডদের দলের গুরুত্বপূর্ণ সদস্য এক ভারতীয়। কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?
নয়াদিল্লি: আর দিনকয়েক পরেই শুরু হতে চলেছে ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022)। কাতারে আয়োজিত হবে এবারের বিশ্বকাপ। ভারতের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করার স্বপ্ন এখনও পূরণ হয়নি তো কী, এক ভারতীয় কিন্তু বিশ্বকাপ জয়ের বড় দাবিদারদের স্কোয়াডের এক গুরুত্বপূর্ণ সদস্য। কে সেই ভারতীয়? তিনি আর কেউ নন বিনয় মেনন (Vinay Menon)। কিন্তু কে এই বিনয়?
বিশ্বকাপে ভারত
বিনয় মেনন একজন বিখ্যাত ফিটনেস কোচ। তিনি কাতার বিশ্বকাপে বেলজিয়াম দলের (Belgium Football Team) সঙ্গে উপস্থিত থাকছেন। কেভিন ডি ব্রুইন, রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ডদের দলের সাপোর্ট স্টাফে রয়েছেন বিনয়। রেড ডেভিলসদের দলের ওয়েলনেস কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। অর্থাৎ বিশ্বকাপ চলাকালীন হ্যাজার্ডদের দলের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য, উভয়ই যাতে ভাল থাকে এবং তাঁরা যাতে মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে পারেন, তা দেখাশোনার দায়িত্বেই রয়েছেন বিনয়। কাতারে ভারতের প্রতিনিধিত্ব করতে পারার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত বিনয়।
তিনি বলেন, 'বিশ্বকাপে বেলজিয়াম জাতীয় দলের হয়ে এই সুযোগ পাওয়ায় আমি গর্বিত। আমি এই বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করতে পারছি এবং নিজের মতো করে দেশের মুখ উজ্জ্বল করার সুযোগ পাচ্ছি। এটা আমার কাছে ভীষণ আনন্দের। ভারতীয় দল এখনও বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি ঠিকই, তবে আমি আশি করছি সকল ভারতবাসী যারা কাতারে বিশ্বকাপ দেখতে আসছেন, তাঁরা বেলজিয়ামের হয়ে গলা ফাটাবে।'
Vinay Menon: Meet the man representing India at the @FIFAWorldCup in Qatar 🙌🏼
— Indian Football Team (@IndianFootball) November 15, 2022
Read 👉🏼 https://t.co/VoaEovviVc#IndianFootball ⚽️ pic.twitter.com/FmFdT5tuHd
অতীত অভিজ্ঞতা
প্রসঙ্গত, বড় দলের সঙ্গে বিনয় কিন্তু এই প্রথমবার কাজ করছেন না। ৪৮ বছর বয়সি বিনয় এর আগে প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব চেলসির সঙ্গেও কাজ করেছেন। চেলসির দুই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সঙ্গেই কাজ করে তাদের মাঠে নিজেদের সেরাটা দিতে সাহায্য করেছেন বিনয়। এবার বেলজিয়ামকেও ট্রফি জেতাতে আগ্রহী বিনয়। তারকাখচিত বেলজিয়াম দল একাধিক টুর্নামেন্টে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামলেও এখনও খেতাব জেতা হয়নি। গত বিশ্বকাপে হ্যাজার্ডরা তৃতীয় হয়েছিলেন। এবার খেতাব জয়ই একমাত্র লক্ষ্য। কানাডার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে রেড ডেভিলসরা।