Italy Coach: ইতালি ফুটবল দলের কোচ হিসেবে নিযুক্ত হলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক
Italy Football Team Coach: এসি মিলানের প্রাক্তন এই ফুটবলার বিশ্ব ফুটবলেরও সুপরিচিত নাম। প্রাক্তন এই আক্রমণাত্মক মিডফিল্ডার দুটো ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।

রোম: বিশ্বকাপজয়ী অধিনায়ককেই এবার ইতালি ফুটবল দলের কোচ নির্বাচিত করা হল। ২০০৬ বিশ্বকাপজয়ী ইতালি ফুটবল দলের অধিনায়ক গাট্টুসোকে কোচ হিসেবে নির্বাচিত করা হল। চারবারের বিশ্বকাপজয়ী ইতালি ফুটবল দলের কোচ ছিলেন লুসিয়ানো স্প্যালেত্তি। তাঁকে ছাঁটাই করেই গাট্টুসোকে কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে।
এসি মিলানের প্রাক্তন এই ফুটবলার বিশ্ব ফুটবলেরও সুপরিচিত নাম। প্রাক্তন এই আক্রমণাত্মক মিডফিল্ডার দুটো ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ২০০৩ ও ২০০৭ সালে এসি মিলানের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। ২০০৬ সালে গাট্টুসোর নেতৃত্বেই ইতালি বিশ্বকাপ জেতে।
দলের অফিশিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, ''গেনারো গাট্টুসোকে ইতালি ফুটবল দলের হেডকোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৯ জুন থেকে হেডকোচ হিসেবে উনি দায়িত্ব পাবেন।''
২০১৮ রাশিয়া কাপ ও ২০২২ কাতার বিশ্বকাপে ইতালি ফুটবল দল টুর্নামেন্টে খেলার যোগ্যতা হারিয়েছিল। তবে ২০২০ সালে ইউরো কাপ জিতে নেয় তারা। যদিও এরপরও খুব একটা আহামরি পারফর্ম করতে পারেনি ইতালি। ২০২৬ সালের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচে নরওয়ের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারতে হয়েছে ইতালিকে। এই পরিস্থিতিতে গাট্টুসোর কাঁধে বিরাট দায়িত্ব রয়েছে।
নেশন্স লিগে কিছুদিন আগে পর্তুগাল ফুটবল দল হারিয়ে দিয়েছিল স্পেনকে। পেনাল্টিতে জয় ছিনিয়ে নিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। চল্লিশ পেরিয়েও মাঠে দাপটের সঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছিল সি আর সেভেনকে। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ২-২ । অতিরিক্ত সময়েও ফয়সালা হয়নি ম্যাচের । শেষে পেনাল্টি শ্যুট আউটে পাঁচটি গোলই করে পর্তুগাল । স্পেন তিনটি গোল করে । ২-২ (৫-৩) ব্যবধানে ম্যাচ জেতে পর্তুগাল ।
মিউনিখের অ্যালিয়াঞ্জ এরেনায় (Allianz Arena) নেশনস লিগের ফাইনালে ফেভারিট ছিল ইউরো চ্যাম্পিয়ন স্পেন । লামিনে ইয়ামালদের বিরুদ্ধে পর্তুগাল যেন কিছুটা কালো ঘোড়া ছিল । কিন্তু নাটকীয় ম্যাচে দুবার পিছিয়ে পড়েও সমতা ফিরিয়ে এবং শেষে টাইব্রেকারে স্নায়ুর চাপ বজায় রেখে বিজয়ী পর্তুগাল ।
রোনাল্ডোর গোলেই ম্যাচে সমতা ফিরিয়েছিল পর্তুগাল । ম্যাচ গড়িয়েছিল এক্সট্রা টাইমে । শেষে ট্রফি জিতে মাঠেই কান্নায় ভেঙে পড়লেন পর্তুগালের তারকা । ফাইনালে রোনাল্ডোর গোল আন্তর্জাতিক ফুটবলে তাঁর ১৩৮তম । আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি সকলের ওপরে । লিওনেল মেসি ও সুনীল ছেত্রীর চেয়ে অনেক এগিয়ে ।
৪০ বছরের তারকাকে ৮৮ মিনিটে তুলে নেন কোচ রবার্তো মার্তিনেজ। রোনাল্ডোকে আলিঙ্গন করেন তিনি । ম্যাচ অতিরিক্ত সময়ে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে জেতে পর্তুগাল ।






















