Durand Cup Derby: হতাশার বহিঃপ্রকাশ! ম্য়াচ হেরে লাল হলুদ সমর্থকদের দিকে অশ্লীল ইঙ্গিত কামিংসের
Jason Cummings: ২-১ গোলে লাল হলুদ শিবির হারিয়ে দিয়েছিল সবুজ মেরুন ব্রিগেডকে। ম্য়াচ হেরে যখন টিমবাসে ফিরছেন কামিংস। তখনই লাল হলুদ সমর্থকদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি করেন অজি ফুটবলার।

কলকাতা: আরও এক অস্ট্রেলিয়র কীর্তি। ঠিক যেন গ্রেগ চ্যাপেল অধ্যায়ের কথা মনে পড়বে। তবে এবার ফুটবলের মাঠে। কীর্তিমান মোহনবাগান সুপারজায়ান্টসের অজি তারকা ফুটবলার জেসন কামিংস। যিনি গতকাল ডার্বি হারার সঙ্গে সঙ্গে এমন এক অঙ্গভঙ্গি করলেন, যা আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। রবিবার ডুরান্ড কাপ ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারতে হয় মোহনবাগানকে। ২-১ গোলে লাল হলুদ শিবির হারিয়ে দিয়েছিল সবুজ মেরুন ব্রিগেডকে। ম্য়াচ হেরে যখন টিমবাসে ফিরছেন কামিংস। তখনই লাল হলুদ সমর্থকদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি করেন অজি ফুটবলার।
এদিকে, এই ক্লিপ মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারিদিকে। ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা এই ঘটনার তীব্র প্রতিবাদও জানিয়েছেন। কামিংস অস্ট্রেলিয়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই মোহনবাগানের জার্সিতে খেলছেন ভারতে। আইএসএলেও খেলেছেন। ডুরান্ডে রবিবারের ডার্বিতে অবশ্য একেবারেই তাঁকে ছন্দে মনে হয়নি। আজ থেকে ২০ বছর আগে আরেক অস্ট্রেলিয়া ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি প্রাক্তন অজি অধিনায়ক গ্রেগ চ্যাপেল। সৌরভের সঙ্গে যাঁর অম্ল মধূর সম্পর্কের সমীকরণ গোটা বিশ্ব ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছিল। সালটা ছিল ২০০৫। ভারতের ম্য়াচ ছিল কলকাতায়। সেখানে ইডেন গার্ডেন্সে সৌরভ প্রেমী ক্রিকেট সমর্থকদের দিতে মধ্যমা দেখিয়েছিলেন গ্রেগ। এবার সেই একই কাণ্ড ঘটালেন জেসন কামিংস।
এদিকে, রবিবার সন্ধ্যায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকস-এর জোড়া গোলে গতবারের রানার্স আপ-দের ২-১-এ হারিয়ে শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলে লাল-হলুদ ব্রিগেড। রবিবার প্রথমার্ধে ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইস্টবেঙ্গলের দিমি। বিরতির পর, ৫২ মিনিটের মাথায় ফের তাঁর গোলেই ব্যবধান দ্বিগুন হয়ে যায়। ৬৮ মিনিটের মাথায় অনিরুদ্ধ থাপা দূরপাল্লার শটে গোল করে ব্যবধান কমান। ম্যাচের শেষ দশ মিনিটে বাগান-বাহিনী সমতা আনার জন্য মরিয়া হয়ে উঠলেও তাদের সফল হতে দেয়নি তাদের চির প্রতিদ্বন্দ্বীরা।
আগামী বুধবার এই যুবভারতীতেই সেমিফাইনালের যুদ্ধে ইস্টবেঙ্গলকে নামতে দেখা যাবে কলকাতার আর এক নবাগত দল ডায়মন্ড হারবার এফসিকে। রবিবার বিকেলে জামশেদপুর এফসি-কে তাদেরই মাঠে ২-০-য় হারিয়ে শেষ চারে জায়গা পাকা করে ফেলেন লুকা মাজেনরা। ডায়মন্ড হারবার কিন্তু ডুরান্ডে এবার দুর্দান্ত ফর্মে রয়েছে। তাই সেমিতেও তারা ইস্টবেঙ্গলকে বেগ দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।






















