কাফার সদস্য সংখ্যা ছয়। তাই তারা দু’টি দেশকে আমন্ত্রিত হিসেবে এই টুর্নামেন্টে নিয়ে যাচ্ছে। ভারত ছাড়াও আর এক আমন্ত্রিত দল ওমান। মোট এই আটটি দল নিয়ে দ্বিতীয়বার আয়োজিত হচ্ছে এই কাফা নেশনস কাপ। ২০২৩-এ প্রথমবার চ্যাম্পিয়ন হয় ইরান। ফাইনালে উজবেকিস্তানকে ১-০-য় হারায় তারা। ম্যান সিটি তরুণ ফুটবলার খুশানভের উজবেকিস্তান, ইন্টার মিলানের মেহেদি তারেমির ইরানদের মতো শক্তিশালী দলগুলির বিরুদ্ধে এই টুর্নামেন্টে ভারতের সামনে যে নিজের পরীক্ষা করে নেওয়ার বড় সুযোগ রয়েছে, তা বলাই বাহুল্য।
যে ২৩ জনকে নিয়ে কাফা নেশনস কাপে রওনা হবেন খালিদ জামিল:
গোলরক্ষক: গুরপ্রীত সিংহ সান্ধু, অমরিন্দর সিংহ, হৃত্বিক তিওয়ারি
ডিফেন্ডার: রাহুল ভেকে, নাওরেম রোশন সিংহ, আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্গন, চিঙলেনসানা সিংহ, মিথানমাওইয়া রালতে, মহম্মদ উভয়েস
মিডফিল্ডার: নিখিল প্রভু, সুরেশ সিংহ ওয়াংজাম, দানিশ ফারুক ভাট, জিকসন সিংহ, বরিস সিংহ, আশিক কুরুনিয়ান, উদান্ত সিংহ, নাওরেম মহেশ সিংহ
ফরোয়ার্ড: ইরফান ইয়াডওয়াড, মনবীর সিংহ (জুনিয়র), জিথিন এম এস, লালিয়ানজুয়ালা ছাঙতে, বিক্রম প্রতাপ সিংহ।
কাফা নেশনস কাপ ২০২৫
গ্রুপ এ: উজবেকিস্তান (আয়োজক), কিরগিজ প্রজাতন্ত্র, তুর্কমেনিস্তান, ওমান।
গ্রুপ বি: তাজিকিস্তান (আয়োজক), ইরান, আফগানিস্তান, ভারত।
ভারতের ম্যাচ সূচি:
- ২৯ অগাস্ট: তাজিকিস্তান বনাম ভারত (রাত ৯.০০, ভারতীয় সময়)
- ১ সেপ্টেম্বর: ভারত বনাম ইরান (বিকেল ৫.৩০)
- ৪ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম ভারত (বিকেল ৫.৩০)
সব ম্যাচ তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে























