Kolkata Metro: কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য মেট্রো কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ, এই দিনগুলিতে চলবে বিশেষ ট্রেন
ISL 2024-25: আইএসএল ফুটবল মরশুমের কথা মাথায় রেখে, লিগের সূচি অনুযায়ীই বিশেষ ট্রেনের ঘোষণা করা হয়েছে।
কলকাতা: চলতি মাসেই শুরু হয়েছে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তরের লিগ টুর্নামেন্ট আইএসএল (ISL 2024-25)। এই মরশুমে কিন্তু আর দুই প্রধান নয়, কলকাতা থেকে তিন তিনটি দল খেলছে আইএসএলে। তাই কলকাতার ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনাও দেখা যাচ্ছে। এবার কলকাতা ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখেই মেট্রো রেলের (Kolkata Metro) বিশেষ উদ্যোগ।
আইএসএলে ২৩ সেপ্টেম্বরে যুবভারতীতে দ্বিতীয় ম্যাচ আয়োজিত হবে। মোহনবাগান ডুরান্ড কাপ ফাইনালের রিম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামবে ওইদিন। সেই ম্যাচের আগেই বিশেষ মেট্রো পরিষেবার কথা ঘোষণা করা হল। আইএসএলের সন্ধের ম্যাচগুলি ৭.৩০ টা থেকে শুরু হয়। ম্যাচ শেষ হওয়ার পর সমর্থকদের যাতে বাড়ি ফিরতে অসুবিধা না হয়, সেই কারণেই গ্রিন লাইন-১-এ বিশেষ এক মেট্রো চালানোর কথা জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সল্টলেক স্টেডিয়ামের স্টেশন থেকে ছেড়ে সেই মেট্রো যাবে শিয়ালদায়। তবে মাঝে ফুলবাগান স্টেশনেও থামবে মেট্রো। সেখান থেকেও লোকজন ওঠানামা করতে পারবেন।
কখন চলবে এই মেট্রোটি? রাত ১০.১৫ নাগাদ সল্টলেক স্টেডিয়াম থেকে এই মেট্রো ছাড়ার কথা। তবে শুধু ২৩ তারিখ নয়। এই বছরে কলকাতার ম্যাচ ডে গুলিতে এই মেট্রো চলবে। মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি মাসের ২৩, ২৭ তারিখ, অক্টোবর মাসের ৫ ও ১৯ তারিখ, নভেম্বর মাসের ৯, ২৩, ২৯ ও ৩০ তারিখ, বছরের শেষ মাসের ১২, ১৪, ১৭ ও ২১ তারিখ বিশেষ মেট্রো চলবে।
আইএসএল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত এ বছরের ম্যাচগুলির সূচিই প্রকাশ করা হয়েছে। সেই মতোই এই বছরের কোন কোন দিনগুলিতে এই মেট্রো পাওয়া যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। ম্যাচ দেখে সমর্থকদের ফিরতে যাতে অসুবিধা না হয়, সেই কারণেই যে এই মেট্রো চালানো হবে, তা স্পষ্ট জানানো হয়েছে। এই ঘটনা অবশ্য নতুন কিছু নয়। এর আগেও বারংবার ম্যাচের কথা মাথায় রেখে বিশেষ মেট্রো পরিষেবা প্রদান করা হয়েছে। ইডেন গার্ডেন্সে ভারতীয় দলের ক্রিকেট ম্যাচ থাকলে বা কেকেআরের ম্যাচ থাকলেও অনেক সময় এই একই ছবি দেখা যায়। এই ঘোষণাকে যে ক্রীড়াপ্রেমীরা স্বাগত জানিয়েছেন, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ব্যর্থ হালান্ড, ইন্টারের বিরুদ্ধে আটকে গেল ম্যান সিটি, জয় পেল পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ড