UEFA Champions League: ব্যর্থ হালান্ড, ইন্টারের বিরুদ্ধে আটকে গেল ম্যান সিটি, জয় পেল পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ড
UCL 2024-25: মহাদেশের সেরা ক্লাব প্রতিযোগিতায় ক্লাব ব্রুজের বিরুদ্ধে ৩-০ জিতল ডর্টমুন্ড। জিরোনাকে কোনওক্রমে ১-০ হারাল পিএসজি।
নয়াদিল্লি: প্রিমিয়ার লিগে তিনি শুরু থেকেই অনবদ্য ছন্দে চার ম্যাচ পরে সর্বাধিক গোল করার নিরিখে ওয়েন রুনির রেকর্ড ভেঙে ফেলেছেন আরলিং হালান্ড। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) গোল করতে কালঘাম ছুটছে ম্যাঞ্চেস্টার সিটির (Machester City)। চ্যাম্পিয়ন্স লিগে মরশুমের প্রথম ম্যাচে কোনও গোলই করতে পারল না সিটিজেনরা। গোলশূন্য ড্র করল ইন্টার মিলানের (Inter Milan) বিরুদ্ধে। অপরদিকে, প্যারিস সঁ জরমঁও কোনওক্রমে শেষ মুহূর্তের গোলে জিরোনাকে পরাজিত করল। তবে বরুসিয়া ডর্টমুন্ড (Borussia Dortmund) তুলনামূলক সহজ জয় পেল। ক্লাব ব্রুজের বিরুদ্ধে ৩-০ জিতল গত বারের ফাইনালিস্টরা।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ ডেতে প্রথম দিনে মোট ২৮টি গোল হয়েছিল। সেখানে দ্বিতীয় দিনে হল মাত্র ১৩টি গোল। ম্যান সিটি-ইন্টারের ম্যাচের পাশাপাশি কিন্তু অপরদিকে বলনিয়া এবং শাখতার ডোনেৎস্কের ম্যাচও গোলশূন্য ড্র হয়। ম্যান সিটি নিজেদের ম্যাচে গোল তো করতেই পারেনি, উপরন্তু প্রিমিয়ার লিগের আর্সেনালের বিরুদ্ধে মাঠে নামার আগে তাদের চাপ বাড়ল বৈকি। ম্যাচের মাঝে চোট পেয়ে মাঠ ছাড়েন দলের তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।
জিরোনাও নিজেদের চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে পিএসজির মতো হেভিওয়েটের বিরুদ্ধে এক পয়েন্ট প্রায় ছিনিয়েই নিয়েছিল স্পেনের ক্লাবটি। তবে শেষ মুহূর্তে তাঁদের হৃদয়ভঙ্গ হয়, তাও আবার আত্মঘাতী গোলে। ডর্টমুন্ডের ম্য়াচেও প্রথমার্ধে কিন্তু কোনও গোল হয়নি। বেলজিয়ামের ক্লাব ব্রুজ জার্মান ক্লাবকে প্রথম ৪৫ মিনিট আটকেই রেখেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে নামা জেমি গিটেন এবং গুরাসির গোলে জয় পায় ডর্টমুন্ড। গিটেনস স্টপেজ টাইমে পোনাল্টিসহ জোড়া গোল করেন।
তবে আরবি সলজ়বার্গকে খানিকটা চমকে দিয়েই ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্পার্টা প্রাহা। অপরদিকে, ছয় দশক পরে চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তন ঘটিয়েছে বলনিয়া। তারা সুযোগ তৈরি করলেও, তা থেকে গোল করতে পারেনি। শাখতারও কিন্তু গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু ম্যাচের চতুর্থ মিনিটে তাদের পেনাল্টি সেভ করেন ইতালিয়ান ক্লাবের গোলরক্ষক। সেল্টিকের বিরুদ্ধে এই শতকে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলা স্লোভান ব্রাতিস্লাভাকে ৫-১ গোলের বিরাট ব্যবধানে কার্যত উড়িয়ে দিল সেল্টিক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অনবদ্য এমবাপে, স্টুটগার্টের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু রিয়ালের