Kylian Mbappe: গতি ও দক্ষতার দুরন্ত মিশেল, এমবাপের অনবদ্য অ্যাসিস্টে মুগ্ধ ফুটবলবিশ্ব
Ligue 1: চলতি মরশুমে লিগে ২৫ টি গোল করে সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপে।
![Kylian Mbappe: গতি ও দক্ষতার দুরন্ত মিশেল, এমবাপের অনবদ্য অ্যাসিস্টে মুগ্ধ ফুটবলবিশ্ব Kylian Mbappe magnificent skill for Paris Saint-Germain vs Lorient video goes viral Kylian Mbappe: গতি ও দক্ষতার দুরন্ত মিশেল, এমবাপের অনবদ্য অ্যাসিস্টে মুগ্ধ ফুটবলবিশ্ব](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/26/2250e5c7ce2d18242e9554a2aa8d22491714147093892507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্যারিস: এটাই প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) হয়ে কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) সম্ভবত শেষ মরশুম হতে চলেছে। যদি নিতান্তই তাই হয়, তাহলে বলতেই হবে ফ্রান্সের রাজধানীর ক্লাবের হয়ে কিছু অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়ে যাচ্ছেন এমবাপে। লরিয়ঁর বিরুদ্ধে এমনই এক মুহূর্তের সাক্ষী থাকল ফুটবলবিশ্ব। নিজের চোখধাঁধানো স্কিলে সকলকে বিস্মিত করলেন তারকা ফরোয়ার্ড।
লরিয়ঁকে ৪-১ স্কোরলাইনে পরাজিত করে পিএসজি। ম্যাচে জোড়া গোল করেন এমবাপে। তবে নিজের গোল নয়, বরং এক চোখধাঁধানো অ্যাসিস্টে নজর কাড়লেন এমবাপে। ম্যাচে পিএসজির তৃতীয় গোলের সময় কার্যত এক অসম্ভব এক স্থান থেকে লরিয়ঁ ডিফেন্ডারকে পরাস্ত করেন এমবাপে। প্রথম দ্রুত তিন টাচে তিনি ডিফেন্ডারকে হতচকিত করেন, তারপর কিছু বোঝার আগেই তাঁকে নাটমেগ করে দুরন্ত গতিতে বাইলাইন দিয়ে বেরিয়ে যান এমবাপে। পাস বাড়ান উসমান দেম্বেলেকে। কার্যত ফাঁকা গোলে দাঁড়িয়ে থাকা দেম্বেলে জালে বল জড়িয়ে দেন।
Mbappé killed that 🥵🌟 pic.twitter.com/YaSBhLFzIe
— Ligue 1 English (@Ligue1_ENG) April 24, 2024
পিএসজি এই ম্যাচে জিততে পারলেই লিগ ওয়ান খেতাব জয় কার্যত সুনিশ্চিত করে ফেলবে। উইং ধরে হু হু করে ইনিংসের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে পিএসজি ফরোয়ার্ডরা। পিএসজির হয়ে ১৯ মিনিটে গোলের খাতা খোলেন দেম্বেলে। ঠিক তার মিনিট তিনেক পরেই পিএসজির হয়ে লিড দ্বিগুণ করেন এমবাপে। ম্যাচের দ্বিতীয়ার্ধেও এই দুই তারকাই একটি করে গোল করেন। ফলে ম্যাচ জিততে খুব একটা চাপ হয়নি পিএসজির।
লুই এনরিকের দলের দখলে বর্তমান ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট রয়েছে। আর একটি ম্যাচ জিতলেই পিএসজির লিগ খেতাব একেবারে নিশ্চিত হয়ে যাবে। ম্যাচে লরিয়ঁর হয়ে ৭৩ মিনিটে একমাত্র গোলটি করেন বাম্বা। তবে তা সান্ত্বনা ছাড়া আর কিছুই ছিল না। এমবাপের প্রাক্তন দল এএস মোনাকো যদি ম্যাচ জিততে ব্যর্থ হত, তাহলে পিএসজি এদিনই খেতাব জিতে যেত। কিন্তু প্রথম চারে থাকা আরেক দল লিলকে ১-০ হারায় মোনাকো। তা পিএসজি আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ৯০০ রান করেও যদি জায়গা না পাই..... ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন গিল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)