Lionel Messi: ইন্টার মায়ামিতে আরও তিন বছর খেলবেন, ৪১ বছর বয়সেও মাঠে দেখা যাবে মেজি ম্য়াজিক
Inter Miami: দীর্ঘ সময় ধরে মেসির পরবর্তী মরশুমে খেলা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। শুক্রবার নাশভিলের বিরুদ্ধে প্লে অফে প্রথম ম্য়াচে খেলতে নামবে ইন্টার মায়ামি।

মায়ামি: মেজর সকার লিগেই খেলতে দেখা যাবে লিওনেল মেসিকে। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়াতে চলেছেন আর্জেন্তাইন সুপারস্টার। ২০২৮ মরশুম পর্যন্ত মেজর সকার লিগেই খেলতে দেখা যাবে মেসিকে। ইন্টার মায়ামির পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে।
দীর্ঘ সময় ধরে মেসির পরবর্তী মরশুমে খেলা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। শুক্রবার নাশভিলের বিরুদ্ধে প্লে অফে প্রথম ম্য়াচে খেলতে নামবে ইন্টার মায়ামি। তার মধ্য়েই মেসির দলে থাকার বিষয়টি জানিয়ে দেওয়া হল।
২০২৪ মরশুমে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। প্রায় আড়াই বছর ধরে আমেরিকার ক্লাবেই খেলছেন বিশ্বজয়ী আর্জেন্তাইন অধিনায়ক। চলতি বছরেরে শেষের দিকেই মেসির চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা ছিল।
৩৮ বছরের মেসি আট বার এখনও পর্যন্ত ব্য়াঁল ডি অর জিতেছেন। মেজর সকার লিগে ইন্টার মায়ামির ভাল পারফরম্য়ান্সের পেছনে মেসির ভূমিকা খুবই গুরুত্বপূ্ণ ছিল। তিন বছরের চুক্তি সম্পূর্ণ করার পর মেসি বলেছেন, ''ক্লাবে থাকতে পেরে ও ক্লাবের হয়ে খেলতে পেরে আমি ভীষণ গর্বিত। ফ্রিডম পার্কে খেলার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হওয়ায় আমি বেজায় খুশি।''
উল্লেখ্য, স্প্যানিশ ফুটবল তারকা সের্জিও বুস্কেতস সদ্যই চলতি মরশুম শেষেই নিজের অবসর ঘোষণা করার কথা জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে বুস্কেতস লেখেন, 'আমার মনে হয় পেশাদার ফুটবলার হিসাবে আমার কেরিয়ারকে বিদায় জানানোর সময় চলে এসেছে। প্রায় ২০ বছর ধরে আমার স্বপ্নকে বাস্তবে হতে দেখেছি, সফরটাকে উপভোগ করেছি।' বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমি থেকে উঠে এসে ১৮ বছর তিনি বার্সার হয়ে খেলেছেন। লা ব্লগরানার হয়ে ৭০০-র বেশি ম্যাচে মাঠে নেমে নয়টি লা লিগা, তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, সেক্সটুপাল, সবই জিতেছেন বুস্কেতস। স্পেনের হয়েও ১৪৩টি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। লা রোহার হয়ে ২০১০ সালের বিশ্বকাপ ও ২০১২ সালের উয়েফা ইউরো জিতেছেন কিংবদন্তি মিডফিল্ডার। ২০২৩ সালে নিজের প্রিয় ক্লাবকে আলবিদা জানিয়ে বুস্কেতস নিজের প্রাক্তন সতীর্থ লিওনেল মেসি, জর্দি আলবা ও লুইস সুয়ারেজের সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দেন। সেখানেই তিনি এই কয়েক মরশুম খেলেছেন। যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির হয়ে লিগস কাপ ও সাপোটার্স শিল্ডও নিজের সিভিতে। যুক্ত করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে আর নয়। এবারের এমএলএস প্লে মরশুমের পরেই তিনি অবসর নিতে চলেছেন।






















