Lionel Messi: নির্বাসন কাটিয়ে মাঠে ফিরেই মেসি ম্যাজিক, রুদ্ধশ্বাস ম্যাচে জিতল তাঁর দলও
Inter Miami: লিগস কাপের গ্রুপ পর্বের প্রথম ম্য়াচে জিতল মেসির দল ইন্টার মায়ামি (Inter Miami)। নাটকীয় ম্যাচে আটলাসকে ২-১ গোলে হারিয়ে দিল ইন্টার মায়ামি।

মায়ামি: তিনি বিশ্ব ফুটবলের মহাতারকা । কিন্তু তাও কঠিন শাস্তির মুখে পড়তে হয়েছিল লিওনেল মেসিকে (Lionel Messi) । অলস্টার ম্যাচে না খেলায় এক ম্যাচ নির্বাসিত হয়েছিলেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ।
নির্বাসন উঠে যেতেই মাঠে ফিরে ম্যাজিক দেখলেন মেসি । লিগস কাপের গ্রুপ পর্বের প্রথম ম্য়াচে জিতল মেসির দল ইন্টার মায়ামি (Inter Miami) । নাটকীয় ম্যাচে আটলাসকে ২-১ গোলে হারিয়ে দিল ইন্টার মায়ামি । দু’টি গোলেই রয়েছে মেসির ভূমিকা । তাঁর বাড়ানো পাস ধরেই গোলদুটি হয় ।
লিগস কাপের এই ম্যাচে শুরু থেকে ইন্টার মায়ামি ও আটলাস - দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে । দুই দলই বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি । কয়েকটি নিশ্চিত গোল বাঁচান ইন্টার মায়ামির গোলকিপার রোকো বোভো । প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে দারুণ সুযোগ পেয়েছিলেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ় । তাঁর শট ক্রসবারে লেগে ফিরে আসে । প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে ।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইন্টার মায়ামি ও আটলাস - দুই দলই । ৫৭ মিনিটে মেসির কাছ থেকে বল পেয়ে বিপক্ষের জালে জড়িয়ে দেন তেলাসকো সেগোভিয়া । ১-০ গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি । তবে নাটকের তখনও বাকি ছিল । ম্যাচের ৮০ মিনিটের মাথায় রিভাল্ডো লোজানো সমতা ফেরান । সবাই যখন ধরেই নিয়েছিলেন যে, ড্র হতে চলেছে ম্যাচ, ঠিক তখনই মেসির ম্যাজিক ।
শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে মেসির ডিফেন্স চেরা মাপা পাস থেকে ইন্টার মায়ামির হয়ে জয়সূচক গোল করেন মার্সেলো ভিগান্ট । প্রথমে গোলটিকে অফসাইড দেওয়া হয়েছিল । পরে ‘ভার’ প্রযুক্তির সাহায্য নিয়ে গোলটিকে বৈধ ঘোষণা করা হয় । ম্যাচ জেতায় গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পেল ইন্টার মায়ামি ।
Midweek Victory ✅
— Inter Miami CF (@InterMiamiCF) July 31, 2025
Read more about our win against Atlas FC here: https://t.co/D3V1eezreo pic.twitter.com/bCocIEqRkU
ইন্টার মায়ামির জার্সিতে এদিন অভিষেক হল আর্জেন্তিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলের । ম্যাচের পর মেসি বলেছেন, 'আমি যত বেশি ম্যাচ খেলি তত ছন্দ পাই । শারীরিকভাবেও চাঙ্গা মনে হয় । সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা ম্যাচটা জিতেছি ।'






















