Lionel Messi: চোট সারিয়ে মাঠে ফিরেই স্বমিহমায় মেসি, ইন্টার মায়ামি হয়ে গোল করলেন, করালেনও
Inter Miami: লস অ্যাঞ্জেলসের ক্লাব এলএ গ্যালাক্সিকে ৩-১ হারাল মেসির দল ইন্টার মায়ামি।

মায়ামি: চোটের জেরে বিগত দুই ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে আজ এলএ গ্যালাক্সির বিরুদ্ধে ম্যাচে মাঠে ফেরেন লিওনেল মেসি (Lionel Messi)। শুধু যে মাঠে ফিরলেন তা নয়, তিনি স্কোরশিটেও ফেরলেন। মাঠে ফিরেই মেসি শুধু গোল করাই নয়, গোল করালেনও। লস অ্যাঞ্জেলসের ক্লাবকে ৩-১ হারাল মেসির দল ইন্টার মায়ামি (Inter Miami )।
ম্যাচের দিনকয়েক আগে ইন্টার মায়ামি কোচা হাভিয়ের ম্যাসচারানো জানিয়েছিলেন তাঁর প্রাক্তন আর্জেন্তাইন সতীর্থ মেসি ফিট হয়ে এসেছেন এবং তিনি শুরু থেকে না খেললেও, বেঞ্চে উপস্থিত থাকবেন। সেইমতোই আজকের ম্যাচে বেঞ্চে উপস্থিত ছিলেন মেসি। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন আর্জেন্তাইন মহাতারকা। এক অর্ধই তাঁর গোল গোল ও অ্যাসিস্ট করার জন্য যথেষ্ট ছিল।
MIAMI WINS 💗🖤 pic.twitter.com/IahXSDazDj
— Inter Miami CF (@InterMiamiCF) August 17, 2025
এদিন অবশ্য মেসি ছাড়াই প্রথমার্ধ শেষে ৪৩ মিনিটে জর্দি আলবার গোলে ম্যাচে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। মেসি মাঠার নামার পরে বরং এলএ গ্যালাক্সিই ম্যাচে সমতায় ফেরে। ম্যাচের ৫৯ মিনিটে জোসেফ পেন্টসিল গোল করে এলএকে সমতায় ফেরান। ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিল। তবে ম্যাচের শেষবেলাতেই জ্বলে উঠেন মেসি। ম্যাচের ৮৪তম মিনিটে রদ্রিগো দি পলের থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে ঘোল খাইয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ে ট্রেডমার্কে মেসিসুলভ শটে ম্যাচে ফের একবার ইন্টার মায়ামিকে এগিয়ে দেন লিও।
EL MEJOR DE TODOS LOS TIEMPOS 🐐😮💨 pic.twitter.com/4LR4I0m1DZ
— Inter Miami CF (@InterMiamiCF) August 17, 2025
এখানেই শেষ নয়। ম্যাচের নির্ধারিত নব্বই মিনিট শেষ হওয়ার এক মিনিট আগেই মেসি তাঁর বন্ধু তথা দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজকে বল বাড়ান। দুরন্ত ব্যাক হিলে সুয়ারেজের দিকে বল বাড়ান মেসি। সেখান থেকে গোল করতে কোনওরকম ভুল করেননি উরুগুয়ান ফরোয়ার্ড।
এই জয়ের সুবাদে দুই ম্যাচ কম খেলেও এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে চার নম্বরে উঠে এল ইন্টার। আপাতত লিগ তালিকায় প্রথমে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়ানের থেকে ছয় পয়েন্টে পিছিয়ে রয়েছে ইন্টার মায়ামি। তবে গোলদাতাদের তালিকায় কিন্তু মেসি একেবারে শীর্ষেই রয়েছেন। তিনি নোভাক মিকোভিচের সঙ্গে যুগ্মভাবে লিগ সর্বোচ্চ ১৯টি গোল করেছেন। এরপর লিও মেসিরা টাইগার্সদের বিরুদ্ধে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামবেন।






















