Lionel Messi: ভারত সফরের আগে মেসির ক্যাবিনেটে আরও এক ট্রফি, ইতিহাস গড়ল ইন্টার মায়ামি
Inter Miami MLS Cup: এর আগে কখনও এমএলএস কাপ জিততে পারেনি ডেভিড বেকহ্যামের দল। শনিবার ভারতীয় সময় গভীর রাতে খেতাব জয়ের লড়াইয়ে নেমেছিল ইন্টার মায়ামি।

মায়ামি: প্রথমবারের জন্য এমএলএস কাপ জিতল ইন্টার মায়ামি। জোড়া গোল করলেন লিওনেল মেসি। ভারত সফরের আগে ক্যাবিনেটে আরও একটি ট্রফি যোগ করলেন ফুটবলের যুবরাজ। নিজে গোল পাননি। কিন্তু একাই দুটো গোলের অ্য়াসিস্ট করলেন এলএমটেন। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ ব্য়বধানে হারিয়ে ট্রফি ঘরে তুলল ইন্টার মায়ামি।
View this post on Instagram
এর আগে কখনও এমএলএস কাপ জিততে পারেনি ডেভিড বেকহ্যামের দল। শনিবার ভারতীয় সময় গভীর রাতে খেতাব জয়ের লড়াইয়ে নেমেছিল ইন্টার মায়ামি। ম্য়াচে একটি আত্মঘাতী গোল করেন প্রতিপক্ষ দলের ফুটবলার। আর দুটো গোল করেন রদ্রিগো দে পল ও টডিও এলেন্ডে। আর দুটো গোলেই অ্য়াসিস্ট ছিল মেসির। খেলা শুরুর আট মিনিটের মাথায় এডিয়ার ওকাম্পোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ভ্যাঙ্কুভার। সেখান থেকে প্রথমার্ধে আর কোনও দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় আলি আহমেদের গোলে সমতা ফেরায় ভ্যাঙ্কুভার। তবে এরপর ৭১ মিনিট ও শেষ বাঁশি বাজার ঠিক আগে দুটো গোল ইন্টার মায়ামিকে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে দেয়।
View this post on Instagram
প্রথমবার এই ট্রফি জয়ে নিজের অবদান রাখেতে পেরেছেন মেসি। তিনি বলছেন, ''চলতি মরশুমে আমাদের মূল লক্ষ্য ছিল এমএলএস জেতা। এজন্য সকলে প্রচুর পরিশ্রম করেছে। দীর্ঘ মরশুম, প্রচুর ম্যাচ খেলতে হয়েছে। শেষে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পেরেছি। ভীষণ ভালো লাগছে।''
উল্লেখ্য, ভারত সফরে আসছেন লিওনেল মেসি। ১৩ ডিসেম্বর মেসির আগমনে হায়দরাবাদে এক প্রীত ম্যাচ হওয়ার কথা। উপ্পলে মেসির দলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী রেড্ডির দলের সেই ম্যাচ আয়োজিত হওয়ার কথা। এবার সেই ম্যাচের জন্যই কিন্তু জোরকদমে প্রস্তুতি সারতে নেমে পড়লেন তেলঙ্গানা মুখ্যমন্ত্রী। সম্প্রতি হায়দরাবাদের এমসিএইচআরডি মাঠে রেভন্থ রেড্ডির ফুটবল অনুশীলনের ভিডিও, বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিজের এই ফুটবল অনুশীলনের বিষয়ে কথা বলতে গিয়ে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'তেলঙ্গানা রাইজিং ২০৪৭ ভিসনটা মেসির সমর্থনে গোটা বিশ্বের সামনে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ীই আমি নিজেই মাঠে নেমে পড়েছি।'






















