Messi In Kolkata: 'মেসিকে দেখতে এসে সবাই দেখল পাশে একজন মেসো ঘুরে বেড়াচ্ছে,' BJP-র যুব মোর্চার বিক্ষোভ
Lionel Messi: রবিবার বিধাননগর আদালতের বাইরে চটি হাতে বিক্ষোভ দেখাল বিজেপি । বিজেপির যুব মোর্চার তরফে ধর্মতলাতেও তুমুল বিক্ষোভ দেখানো হল ।

কলকাতা: যুবভারতীতে লিওনেল মেসির (Lionel Messi) অনুষ্ঠান ঘিরে তীব্র বিশৃঙ্খলার রেশ এখনও অব্যাহত । ধৃত শতদ্রু দত্তর ১৪ দিনের পুলিশি হেফাজত দিয়েছে বিধাননগর আদালত । মেসির ভারত সফরের আয়োজক শতদ্রু ।
রবিবার বিধাননগর আদালতের বাইরে চটি হাতে বিক্ষোভ দেখাল বিজেপি । বিজেপির যুব মোর্চার তরফে ধর্মতলাতেও তুমুল বিক্ষোভ দেখানো হল । শনিবার মেসিপ্রেমীরা যেভাবে বঞ্চিত হয়েছেন, তার প্রতিবাদে পথে নেমেছে বিজেপির যুব মোর্চা । শনিবারের ঘটনার জন্য শাসক দলকেই দায়ী করছে বিজেপি । রানি রাসমনির মূর্তি থেকে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশ পর্যন্ত যায় মিছিল ।
সেই মিছিল থেকে এক বিজেপি কর্মী বলেন, 'লোকে দেখতে এসেছিল মেসিকে । দেখতে গিয়ে সবাই দেখল মেসির পাশে একজন মেসো ঘুরে বেড়াচ্ছে । হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে যাঁরা মেসিকে দেখতে এসেছিলেন, তাঁরা বঞ্চিত হলেন । আমি নিজে গিয়ে যুবভারতী স্টেডিয়ামে গিয়ে অনেক ম্যাচ দেখেছি । বড় ম্যাচ দেখেছি । যুবভারতী স্টেডিয়ামে কিন্তু কখনওই জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হয় না । জলের বোতল বাইরে রেখে মাঠে ঢুকতে হয় । মাঠের ভিতরে কী করে জলের বোতল গেল? কী করে খেলার মাঠে অত মানুষ ঢুকে পড়লেন? মেসির কাছাকাছি যাওয়ার অতগুলো পাস যদি আয়োজক চেয়েও থাকেন, সেটা দিল কে? সেটা দেওয়ার কথা তো পুলিশের । পুলিশ কী করে ইস্যু করল? তারা জানে না এটা ভুল? নাকি রাজনৈতিক দাদা-দিদিদের সুবিধা করে দিতে এটা করা হয়েছিল?'
কিংবদন্তি মেসির অনুষ্ঠান নিয়ে বিশৃঙ্খলার প্রতিবাদ করার জায়গা হিসাবে ভারতীয় ফুটবলের প্রবাদপ্রতিম গোষ্ঠ পালের মূর্তিকেই বেছে নেওয়া হয়েছিল । এক বিজেপি কর্মী বলেছেন, 'ভারতীয় ফুটবলের আইকন গোষ্ঠ পাল । তাঁর কাছে এসেই তো আমাদের দুঃখপ্রকাশ করতে হবে । আমরা বা আমাদের আগের প্রজন্ম তো গোষ্ঠ পাল, কৃশানু দে, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, বাইচুং ভুটিয়াদের দেখেছি । পেলে, মারাদোনারা এখানে এসেছেন । কখনও এই জিনিস হয়নি । একজনকে বলির পাঁঠা করলে হবে না । সকলকে ধরতে হবে ।'
বিজেপি নেতৃত্ব দাবি তুলেছে, মেসিকে আবার আনতে হবে । কেউ না পারলে তারা চেষ্টা করবে বলেও জানিয়েছেন বিজেপি ।






















