এক্সপ্লোর

Mohammedan Sporting: টানা ছয় ম্যাচে জয়হীন, ১৬ গোল হজম, তাও রক্ষণ নয়, মহামেডান কোচের চিন্তার কারণ ভিন্ন

ISL 2024-25: ১৩ দলের টুর্নামেন্টে আপাতত লিগ তালিকায় ১২ নম্বরে রয়েছে মহামেডান স্পোর্টিং।

জামশেদপুর: সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চেন্নাইয়ে গিয়ে চেন্নাইয়িন এফসি-কে হারিয়ে এসে যে রকম প্রশংসা কুড়িয়েছিল মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting), এখন ততটাই সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাদের। টানা পাঁচটি ম্যাচে জয়হীন রয়েছে তারা। এর মধ্যে মাত্র একটি ম্যাচে ড্র হয়েছে। বাকি সবকটি ম্যাচে হেরেছে এ বারই প্রথম আইএসএলে খেলা কলকাতার দলটি।

ন’টি ম্যাচে ১৬ গোল খেয়েছে তারা। যদিও তাদের চেয়েও বেশি গোল খেয়েছে, এমন দল প্রথম পাঁচেও রয়েছে। কিন্তু গোলের সুযোগ হাতছাড়া করার ধারাবাহিকতাই যে তাদের প্রধান সমস্যা হয়ে উঠেছে, তা নিজেই স্বীকার করে নিলেন সাদা-কালো বাহিনীর রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভ (Andrey Chernyshov)।

সোমবার জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে মাত্র আট মিনিটের মধ্যে দু-দু’টি গোল করে জামশেদপুর এফসি-কে জয়ের দিকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড মহম্মদ সনন ও হাভিয়ে সিভেরিও। ৭৯ মিনিটের মাথায় ব্যবধান আরও বাড়িয়ে নেন তাদের নাইজেরিয়ান ডিফেন্ডার স্টিফেন এজে। নির্ধারিত সময় শেষ হওয়ার দু’মিনিট আগে মহামেডানকে সান্ত্বনা গোল এনে দেন মহম্মদ ইরশাদ।

সোমবার রাতে লিগের ছ’নম্বর হারের পর চেরনিশভ বলেন, 'কাসিমভ, অ্যালেক্সি যে দলের কত গুরুত্বপূর্ণ ফুটবলার, তা আজ বোঝা গেল। ওরা না খেলায়, বল ধরে খেলার মতোই কেউ ছিল না আমাদের। তবু আমরা প্রথমার্ধে যথেষ্ট ভাল খেলেছি। দ্বিতীয়ার্ধেও শুরুটা ভাল করেছিলাম। কিন্তু অসাধারণ একটা গোল করে এগিয়ে যায় ওরা। তার পরেও যে আমরা দমে গিয়েছিলাম, তাও না। কিন্তু দ্বিতীয় গোলটার ক্ষেত্রে আমাদের গোলকিপারই ভুল করে'।

এ জন্য অবশ্য তরুণ গোলকিপার ভাস্কর রায়কে দোষ দিতে রাজি নন দলের কোচ। বলেন, 'ফুটবলে এ রকম হয়ই। ভাস্কর যথেষ্ট ভাল খেলেছে, আমাদের দলকে অনেক সাহায্য করেছে। ওকেও আমাদের সাহায্য করতে হবে'।

তবে তাঁর মতে, তাদের খেলায় আরও আগ্রাসন আনা প্রয়োজন। এই ব্যাপারে কোচ বলেন, 'আমাদের আরও আক্রমণাত্মক ও আগ্রাসী ফুটবল খেলতে হবে। আজ খেলোয়াড় পরিবর্তন করে আমরা পরিস্থিতি বদলানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। যখন শেষদিকে একটা গোল পাই, ওই সময়ে আক্রমণ করেছি আমরা। এমনকী, পেনাল্টিও আদায় করে নিই। তাও গোল পাইনি'।

এ দিন একাধিক আক্রমণ করলেও বরাবরের মতো বেশিরভাগ গোলের সুযোগই হাতছাড়া করে মহমেডান। ম্যাচে তাদেরই দখলে বেশিরভাগ বল থাকলেও আক্রমণে জামশেদপুরই ছিল এগিয়ে। সারা ম্যাচে ন’টি শট গোলে রাখে তারা। মহমেডানের পাঁচটি শট ছিল লক্ষ্যে। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোলের সুযোগও পেয়েছিলেন ব্রাজিলীয় ফরোয়ার্ড কার্লোস ফ্রাঙ্কা। কিন্তু তিনি সেই সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হন।

মূলত গোলের সুযোগ নষ্ট করার জন্যই যে এই দল এই ধারাবাহিক ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছে, তেমনই ইঙ্গিত দিয়ে চেরনিশভ বলেন, 'অনেক গোলের সুযোগ পেয়েছি আমরা। কিন্তু গোল করতে পারিনি। গোল করতে না পারলে কি ম্যাচ জেতা যায়?'

দলের কয়েকজন ফুটবলারের পারফরম্যান্সে যে তিনি সন্তুষ্ট নন, তা স্পষ্ট জানিয়ে চেরনিশভ বলেন, 'ম্যাচের ফল নিয়ে আমি উদ্বিগ্ন নই। বরং দলের কয়েকজন ফুটবলারকে নিয়ে আমি বেশি চিন্তিত। তাদের কাছ থেকে যতটা ভাল পারফরম্যান্স আশা করেছিলাম, তারা তা দিতে পারছে না। তাদের আরও আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে'।

আগামী শুক্রবার তাদের পরবর্তী ম্যাচ পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে। লিগ টেবলে পাঁচ নম্বরে থাকা পাঞ্জাব আরও কঠিন প্রতিপক্ষ। সোমবারের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিতে চান মহমেডান কোচ। বলেন, হারলেও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে। এই ম্যাচের বিশ্লেষণে বসব আমরা। তার পর পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের'।

(তথ্য: আইএসএল মিডিয়া)

আরও পড়ুন: সিন্ধু পরিবারে বিয়ের সানাই, জোড়া অল্পিম্পিক্স পদকজয়ীর হবু স্বামীর রয়েছে IPL-যোগ 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Ram Mandir New Shrines: অযোধ্যায় রামমন্দির চত্বরে আরও ৬ মন্দিরের নির্মাণ, বর্ষপূর্তির আগে সামনে এল ছবি
অযোধ্যায় রামমন্দির চত্বরে আরও ৬ মন্দিরের নির্মাণ, বর্ষপূর্তির আগে সামনে এল ছবি
PV Sindhu: সিন্ধু পরিবারে বিয়ের সানাই, জোড়া অল্পিম্পিক্স পদকজয়ীর হবু স্বামীর রয়েছে IPL-যোগ
সিন্ধু পরিবারে বিয়ের সানাই, জোড়া অল্পিম্পিক্স পদকজয়ীর হবু স্বামীর রয়েছে IPL-যোগ
Swasthya Sathi : নিয়মের বজ্র আঁটুনিতে বেঁধে ফেলা হল স্বাস্থ্যসাথীকে, 'চুরি ঠেকাতে' অ্যাপ ও AI এর সাহায্য নেবে রাজ্য
নিয়মের বজ্র আঁটুনিতে বেঁধে ফেলা হল স্বাস্থ্যসাথীকে, 'চুরি ঠেকাতে' অ্যাপ ও AI এর সাহায্য নেবে রাজ্য
Kolkata Winter Update : সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীত, কলকাতায় কনকনে ঠান্ডা? কত নামবে পারদ?
সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীত, কলকাতায় কনকনে ঠান্ডা? কত নামবে পারদ?
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh News: বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে রানী রাসমণি রোডে প্রতিবাদ সভায় অনুমতি হাইকোর্টেরBangladesh Live: বাংলাদেশ ইস্যুতে কেন চুপ কেন্দ্র? সংসদে প্রশ্ন সুদীপেরBangladesh Live: 'বিশ্বের হিন্দুর এক হওয়ার সময় এসেছে',হিন্দুদের উপর আক্রমণ প্রসঙ্গে ফের সরব শুভেন্দুঘন্টাখানেক সঙ্গে সুমন(পর্ব ৩, ২.১২.২৪):মণিকর্ণিকা ঘাটে অন্তেষ্ট্য়ি সম্পন্ন হল প্রাক্তন IPS পঙ্কজ দত্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ram Mandir New Shrines: অযোধ্যায় রামমন্দির চত্বরে আরও ৬ মন্দিরের নির্মাণ, বর্ষপূর্তির আগে সামনে এল ছবি
অযোধ্যায় রামমন্দির চত্বরে আরও ৬ মন্দিরের নির্মাণ, বর্ষপূর্তির আগে সামনে এল ছবি
PV Sindhu: সিন্ধু পরিবারে বিয়ের সানাই, জোড়া অল্পিম্পিক্স পদকজয়ীর হবু স্বামীর রয়েছে IPL-যোগ
সিন্ধু পরিবারে বিয়ের সানাই, জোড়া অল্পিম্পিক্স পদকজয়ীর হবু স্বামীর রয়েছে IPL-যোগ
Swasthya Sathi : নিয়মের বজ্র আঁটুনিতে বেঁধে ফেলা হল স্বাস্থ্যসাথীকে, 'চুরি ঠেকাতে' অ্যাপ ও AI এর সাহায্য নেবে রাজ্য
নিয়মের বজ্র আঁটুনিতে বেঁধে ফেলা হল স্বাস্থ্যসাথীকে, 'চুরি ঠেকাতে' অ্যাপ ও AI এর সাহায্য নেবে রাজ্য
Kolkata Winter Update : সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীত, কলকাতায় কনকনে ঠান্ডা? কত নামবে পারদ?
সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীত, কলকাতায় কনকনে ঠান্ডা? কত নামবে পারদ?
JEE Advanced Exam: জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা হবে এই দিনে, কী কী বদল পরীক্ষা পদ্ধতিতে ?
জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা হবে এই দিনে, কী কী বদল পরীক্ষা পদ্ধতিতে ?
Kolkata Metro Rail : ১০ টাকা করে ভাড়া বৃদ্ধি ? বড় ঘোষণা কলকাতা মেট্রোর
১০ টাকা করে ভাড়া বৃদ্ধি ? বড় ঘোষণা কলকাতা মেট্রোর
Mamata Banerjee: বসেছে জলের পাইপ, পানীয় জল এখনও অধরা! কী বললেন মুখ্যমন্ত্রী?
বসেছে জলের পাইপ, পানীয় জল এখনও অধরা! কী বললেন মুখ্যমন্ত্রী?
Bill Gates: ভারত কি গিনিপিগ? বিল গেটসের মন্তব্য বিতর্ক, বিতর্কিত টিকা পরীক্ষা মামলার স্মৃতি ফিরল
ভারত কি গিনিপিগ? বিল গেটসের মন্তব্য বিতর্ক, বিতর্কিত টিকা পরীক্ষা মামলার স্মৃতি ফিরল
Embed widget