Mohun Bagan: আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে মোহনবাগান, চ্যালেঞ্জ জানাতে তৈরি পাঁচ প্রতিপক্ষ
ISL News: মোহনবাগান সুপার জায়ান্ট এবার দুর্দান্ত মরশুম কাটিয়েছে। ২৪ ম্যাচে রেকর্ড ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে থেকে শেষ করেছে তারা।

কলকাতা: চলতি আইএসএলের (Indian Super League) প্লে-অফে যোগ্যতা অর্জনকারী ছ'টি দল সারা মরশুমে লড়াই করেছে ঠিকই, কিন্তু এদের মধ্যে একটিই মাত্র দল বহু কাঙ্খিত আইএসএল কাপ হাতে তুলবে। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant), এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং মুম্বই সিটি এফসি— এরাই শেষ পর্যন্ত এ মরশুমের লিগ জয়ের দৌড়ে টিকে রয়েছে।
শনিবার থেকে শুরু হচ্ছে উত্তেজনাপূর্ণ নকআউট পর্ব, যেখানে বেঙ্গালুরু এফসি মুখোমুখি হবে মুম্বই সিটি এফসির, আর নর্থইস্ট ইউনাইটেড এফসি লড়বে জামশেদপুর এফসির বিপক্ষে। বিজয়ীরা উঠবে সেমিফাইনালে, যেখানে তাদের অপেক্ষায় রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়া।
গত কয়েক বছর ধরে প্লে-অফ পর্বে দেখা গিয়েছে কিছু অসাধারণ মুহূর্ত, হৃদয়বিদারক পরাজয় এবং শেষ মুহূর্তের নাটকীয়তা। কিছু ক্লাব নিয়মিতভাবে আইএসএলের এই চূড়ান্ত পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের অভ্যাস গড়ে তুলেছে, আবার কিছু দল এখনও লিগের শীর্ষ পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টায় রয়েছে।
কোন দলগুলি বারবার নক আউট পর্বে নিজেদের প্রমাণ করতে সক্ষম হয়েছে, তা দেখে নেওয়া যাক।
মোহনবাগান সুপার জায়ান্ট (প্লে-অফে ৫ বার)
মোহনবাগান সুপার জায়ান্ট এবার দুর্দান্ত মরশুম কাটিয়েছে। ২৪ ম্যাচে রেকর্ড ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে থেকে শেষ করেছে তারা। ১৭টি জয় ও ৫টি ড্র করে অসাধারণ পারফরম্যান্স দেখায় সবুজ-মেরুন বাহিনী। এই সাফল্য আইএসএলে তাদের সমৃদ্ধ প্লে-অফ ইতিহাসকে আরও উজ্জ্বল করে তুলেছে। কারণ, তারা টানা পাঁচবার প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে।
উল্লেখযোগ্যভাবে, মোহনবাগান সুপার জায়ান্ট ২০২২-২৩ মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এবং ২০২০-২১ ও ২০২৩-২৪ মরশুমে রানার্স-আপ হয়েছিল। তাদের ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে যে, তারা সর্বোচ্চ পর্যায়ে নিজেদের প্রমাণ করার যোগ্য।
মরশুম অনুযায়ী পারফরম্যান্স
| মরশুম | পারফরম্যান্স |
| ২০২৩-২০২৪ | রানার্স-আপ |
| ২০২২-২০২৩ | বিজয়ী |
| ২০২১-২০২২ | সেমিফাইনালিস্ট |
| ২০২০-২০২১ | রানার্স-আপ |
এফসি গোয়া (প্লে-অফে ৮ বার)
এফসি গোয়া আইএসএলের অন্যতম ধারাবাহিক সফল দল, যারা রেকর্ড অষ্টমবারের জন্য প্লে-অফে জায়গা করে নিয়েছে। ১৪টি জয় ও ৬টি ড্র নিয়ে ৪৮ পয়েন্ট অর্জন করে তারা লিগ টেবলের দ্বিতীয় স্থানে মরশুম শেষ করেছে। তাদের প্লে-অফ ইতিহাস প্রমাণ করে যে তারা প্রতিযোগিতায় শক্তিশালী অবস্থানে রয়েছে। এফসি গোয়া দু'বার ফাইনালে পৌঁছেছে, যেখানে তারা ২০১৫ ও ২০১৮-১৯ মরশুমে রানার্স-আপ হয়েছিল। তাদের আক্রমণাত্মক খেলার ধরন ও অভিজ্ঞতা তাদের এই মরশুমেও শক্তিশালী প্রতিযোগী হিসেবে তুলে ধরছে।
মরশুম অনুযায়ী পারফরম্যান্স
| মরশুম | পারফরম্যান্স |
| ২০২৩-২০২৪ | সেমিফাইনালিস্ট |
| ২০২০-২০২১ | সেমিফাইনালিস্ট |
| ২০১৯-২০২০ | সেমিফাইনালিস্ট |
| ২০১৮-২০১৯ | রানার্স-আপ |
| ২০১৭-২০১৮ | সেমিফাইনালিস্ট |
| ২০১৫ | রানার্স-আপ |
| ২০১৪ | সেমিফাইনালিস্ট |
বেঙ্গালুরু এফসি (প্লে-অফে ৫ বার)
বেঙ্গালুরু এফসি এই মরশুমে ১১টি জয় ও ৫টি ড্র করে ৩৮ পয়েন্ট অর্জন করে প্লে-অফ নিশ্চিত করেছে। ব্লুজদের প্লে-অফ ইতিহাস সমৃদ্ধ। কারণ, তারা ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২২-২৩ মরশুমেও নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল। তাদের ২০১৮-১৯ মরশুমের আইএসএল কাপ জয় এবং ২০১৭-১৮ ও ২০২২-২৩ মরশুমের রানার্স-আপ হওয়া তাদের প্রতিযোগিতামূলক শক্তিমত্তার প্রমাণ। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা এবার আরও ভাল কিছু করতে চাইবে।
মরশুম অনুযায়ী পারফরম্যান্স
| মরশুম | পারফরম্যান্স |
| ২০২২-২০২৩ | রানার্স-আপ |
| ২০১৯-২০২০ | সেমিফাইনালিস্ট |
| ২০১৮-২০১৯ | বিজয়ী |
| ২০১৭-২০১৮ | রানার্স-আপ |
নর্থইস্ট ইউনাইটেড এফসি (প্লে-অফে ৩ বার)
নর্থইস্ট ইউনাইটেড এফসি ১০টি জয় ও ৮টি ড্র নিয়ে ৩৮ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে মরশুম শেষ করেছে। যদিও তাদের প্লে-অফ ইতিহাস অন্যান্য দলের তুলনায় সংক্ষিপ্ত, তবে ২০১৮-১৯ এবং ২০২০-২১ মরশুমে তারা সেমি-ফাইনালে জায়গা করে নেয়। তারা এখনও আইএসএল কাপ জিততে পারেনি, তবে প্রতিযোগিতামূলক মনোভাব ও দৃঢ় পারফরম্যান্স তাদের শীর্ষ দলগুলোর বিরুদ্ধে লড়াই করার সামর্থ্য দেখিয়েছে।
মরশুম অনুযায়ী পারফরম্যান্স
| মরশুম | পারফরম্যান্স |
| ২০২০-২০২১ | সেমিফাইনালিস্ট |
| ২০১৮-২০১৯ | সেমিফাইনালিস্ট |
জামশেদপুর এফসি (প্লে-অফে ২ বার)
জামশেদপুর এফসি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ১২টি জয় ও ২টি ড্রয়ের মাধ্যমে ৩৮ পয়েন্ট সংগ্রহ করে লিগের পঞ্চম স্থানে শেষ করেছে। এটি তাদের দ্বিতীয় প্লে-অফ অভিজ্ঞতা, প্রথমবার তারা ২০২১-২২ মরশুমে সেমি-ফাইনালে উঠেছিল। যদিও তাদের প্লে-অফ ইতিহাস সীমিত, তারা ভবিষ্যতে আইএসএলে নিজেদের আরও প্রতিষ্ঠিত করতে চাইবে।
মরশুম অনুযায়ী পারফরম্যান্স
| মরশুম | পারফরম্যান্স |
| ২০২১-২০২২ | সেমিফাইনালিস্ট |
মুম্বই সিটি এফসি (প্লে-অফে ৬ বার)
মুম্বই সিটি এফসি সাম্প্রতিক বছরগুলোতে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে এবং এ মরশুমে ৯টি জয় ও ৯টি ড্র করে ৩৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে। এই নিয়ে ষষ্ঠবার প্লে-অফের অভিজ্ঞতা হতে চলেছে তাদের। এর আগে ২০১৬, ২০১৮-১৯, ২০২০-২১, ২০২২-২৩, এবং ২০২৩-২৪ মরশুমেও জায়গা করে নেয়। ২০২০-২১ মরশুমে শিল্ড জেতার পাশাপাশি গত মরশুমে তাদের প্রথম আইএসএল কাপ জয় তাদের প্রতিযোগিতায় অন্যতম শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। (সৌ: আইএসএল মিডিয়া)
মরশুম অনুযায়ী পারফরম্যান্স
| মরশুম | পারফরম্যান্স |
| ২০২৩-২০২৪ | বিজয়ী |
| ২০২২-২০২৩ | সেমিফাইনালিস্ট |
| ২০২০-২০২১ | বিজয়ী |
| ২০১৮-২০১৯ | সেমিফাইনালিস্ট |
| ২০১৬ | সেমিফাইনালিস্ট |






















