এক্সপ্লোর

East Bengal FC vs Odisha FC: টানা সাত ম্যাচে হার, প্রথম ছয়ে থাকার আশা ছাড়ছেন না ইস্টবেঙ্গলের নতুন কোচ

Oscar Bruzon: মঙ্গলবার ইস্টবেঙ্গলের সামনে ওড়িশা এফসি, যারা গত চারটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে। দু’টি হার ও একটি ড্র নিয়ে তারা এখন লিগ টেবলের নীচের দিকে রয়েছে।

কলকাতা: টানা পাঁচটি হারের পর চলতি ইন্ডিয়ান সুপার লিগে এ বার ওড়িশা এফসি-র মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC vs Odisha FC)। নতুন কোচ অস্কার ব্রুজোনের (Oscar Bruzon) প্রশিক্ষণে এই প্রথম মাঠে নামবে তারা। গত ম্যাচের দিনই ভোরে কলকাতায় এসে পৌঁছন তিনি এবং সেদিন বিকেলে দলের ম্যাচ দেখতে স্টেডিয়ামেও চলে আসেন তিনি। তার পর দু’দিন অনুশীলনও করেছে। এত কম সময়ে দলের মধ্যে আমূল পরিবর্তন আনা যে সম্ভব নয়, তা তিনি খুব ভাল করেই জানেন। তাই কৌশলে এক এক করে দলের সমস্যাগুলির যথাসম্ভব দ্রুত সমাধান করা শুরু করেছেন তিনি।

এ জন্য সময়ও চাইছেন লাল-হলুদ বিভাগের নতুন কোচ। নতুন চ্যালেঞ্জ যে বেশ কঠিন, তা বুঝেই নিয়েছেন ব্রুজোন। তবে তাঁর বাস্তব লক্ষ্য যে সেরা ছয়ে থাকা, তাও জানিয়ে দিতে ভোলেননি। মঙ্গলবারের ম্যাচ খেলতে ভুবনেশ্বর উড়ে যাওয়ার আগে সোমবার সকালে অনুশীলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার বলেন, এ পর্যন্ত আমি মাত্র দু’বার দল নিয়ে অনুশীলনে নামতে পেরেছি। তাও গতকাল সেইসব খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমেছিলাম, যারা ডার্বিতে খেলেনি। আজই প্রথম সবাইকে নিয়ে অনুশীলন করলাম। সবাইকে বুঝিয়েছি, দল এখন তাদের কাছে কী চায়। ওরা ধীরে ধীরে তা বুঝতেও পারছে বলে মনে হচ্ছে।

কী কী করণীয় তাঁদের এখন, তার তালিকা দিয়ে অস্কার বলেন, "আমাদের আরও চাপ নিতে ও পাল্টা চাপ দিতে হবে। খেলায় আরও তীব্রতা বাড়াতে হবে। আরও সঙ্ঘবদ্ধ ফুটবল খেলতে হবে। রক্ষণে ট্রানজিশনের গতি আরও বাড়াতে হবে। নিজেদের মধ্যে ব্যবধান আরও কমাতে হবে। এর আগের ম্যাচগুলোতে প্রতিপক্ষ মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে আমাদের সমস্যায় ফেলেছে, উইং দিয়ে আক্রমণ করে আমাদের রক্ষণে ফাটল ধরিয়েছে। এ বার আর তা হতে দেওয়া যাবে না। এ বার আমরা সফল হতে চাই। তবে তা কোচের পরিকল্পনার জন্য নয়, খেলোয়াড়দের দক্ষতার জন্য। তাদের বুঝতে হবে, এ ছাড়া তাদের আর কোনও রাস্তা নেই। আমাদের ইতিবাচক ফল পাওয়ার প্রবণতা থাকা দরকার।"

মঙ্গলবার তাদের সামনে ওড়িশা এফসি, যারা গত চারটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে। দু’টি হার ও একটি ড্র নিয়ে তারা এখন লিগ টেবলের নীচের দিকে রয়েছে। গত বছর বসুন্ধরা কিংসের কোচ হিসেবে ওড়িশার বিরুদ্ধে দু’টি ম্যাচে দল নামিয়েছিলেন অস্কার। সেই অভিজ্ঞতা থেকে প্রতিপক্ষ সম্পর্কে বলেন, "গত বছর ঘরের মাঠে আমরা জিতি ও ওদের মাঠে একটা সেটপিস গোলের জন্য হেরে যাই। তাই ওদের শক্তি-দুর্বলতা কিছুটা হলেও জানি আমি। তখন ওদের নিয়ে চর্চা করেছিলাম, এবারেও করেছি। ওরা যথেষ্ট শক্তিশালী দল। ওদের বিদেশীরা উইং দিয়ে দ্রুত আক্রমণে ওঠে। গত ম্যাচেও এই ব্যাপারটা দেখেছি। তবে আমরা আমাদের মানসিকতা বদলে ভাল লড়াই করার ব্যাপারে আত্মবিশ্বাসী। এ পর্যন্ত একটা ম্যাচও জিততে পারিনি আমরা। এ বার হয়তো জেতার মতো খেলতে পারব।"

হাতে সময় কম। তাই আগে গোল খাওয়াটা বন্ধ করতে চান অস্কার। গুরুত্বের দিক থেকে আক্রমণের সমস্যা সমাধানকে তার পরে রাখছেন বলে জানান তিনি। বলেন, "গত কয়েকটা ম্যাচের পরিসংখ্যান ঘাঁটলে দেখতে পাবেন ইস্টবেঙ্গল প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করতে পেরেছে। কিন্তু গোল পাচ্ছে না। এই জায়গাটায় আমাদের শোধরাতে হবে। প্রতিপক্ষের গোলের সামনে আমাদের আরও তৎপর হতে হবে। এটা হয়তো এখনই পুরোপুরি আনা যাবে না। তবে রক্ষণে তৎপরতা ও মনসংযোগ বাড়িয়ে গোল খাওয়াটা আগে কমাতে হবে আমাদের। সে রকম ভাবেই প্রস্তুতি নিচ্ছি।"

সোমবার প্রথম পুরো অনুশীলন করে খুশি ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ বলেন, "একদিন অনুশীলন হলেও যথেষ্ট ভাল অনুশীলন হয়েছে। মনে হচ্ছে, খেলোয়াড়রা বুঝতে পেরেছে ওদের কী করতে হবে। তবে সত্যি বলতে, এটা একটা প্রক্রিয়া, যা সফল হতে সময় লাগবে। কিন্তু ক্লাবের এখন যা অবস্থা, তাতে আমাদের হাতে বেশি সময় নেই। দ্রুত জয়ের রাস্তায় ফিরতে গেলে ও সেরা ছয়ে থেকে লিগ শেষ করতে গেলে আমাদের পরপর কয়েকটা ম্যাচ জিততে হবে। সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। আমরা যদি প্রত্যয়ী হই, আমরা যদি সেই আত্মবিশ্বাস ও আস্থা বজায় রাখতে পারি, তা হলে ক্লাব যা চায়, সেই ফল এনে দিতে পারি।"

লাল-হলুদ বাহিনীর খেলোয়াড়দের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে, যা নিয়ে তাদের কোচ বলেন, "টানা সাতটি ম্যাচে হারার পরে ফুটবলাররা শান্তিতে থাকতে পারে না। এটাই স্বাভাবিক। তাই দলের কেউ মানসিক ভাবে ভাল আছে বলে আমারও মনে হয় না, এই অবস্থায় তাদের ভাল থাকতে দিতে পারবও না। ওদের মানসিক সমস্যা দূর করতে হবে। প্রত্যয়, ইচ্ছা, মানসিকতা, খিদে এগুলো বাড়াতে হবে।"

ফিটনেস নিয়েও উঠছে প্রশ্ন। এই নিয়ে ব্যাখ্যা দেন অস্কার। বলেন, "অনেক কাজ করতে হবে আমাদের। খেলায় তীব্রতা বাড়ানোর জন্য ফিটনেস খুবই দরকার। কিন্তু ফিটনেস বাড়াতে গিয়ে যদি খেলোয়াড়দের অতযাধিক পরিশ্রম করাতে শুরু করি, তা হলে আসল উদ্দেশ্যটাই সফল হবে না। সেক্ষেত্রে খুব মেপে ফিটনেস বাড়ানোর কাজ করতে হবে যাতে, যাতে প্রতি ম্যাচে প্রতিপক্ষ শারীরিক সুবিধাটা না নিতে পারে। মোহনবাগান-ম্যাচে এটাই হয়েছে। আমি চাই না, কিছুক্ষণ তীব্র ফুটবল খেলার পরেই দলের ছেলেরা ক্লান্ত হয়ে পড়ুক। তাদের পুরো ম্যাচ সমান গতিতে ও ছন্দে খেলতে হবে। সে ভাবেই তৈরি করতে হবে ওদের।"

আপাতত শুধু সামনের দিকে তাকাতে চান তিনি। এই কথা জানিয়ে লাল-হলুদ কোচ সাফ বলেন, "এখন আমি আর পিছন ফিরে তাকাতে চাই না। গত সাতটি ম্যাচে হার নিয়ে, দলের সমস্যা নিয়ে আর ভাবতে বা কথা বলতে চাই না। ওড়িশা ম্যাচটা আমাদের কাছে একটা ফাইনালের মতো। এই ম্যাচে আমাদের বড় পরীক্ষা। কালকের ম্যাচের পর আমাদের সামনে রয়েছে এএফসি চ্যালেঞ্জ কাপ, যেখানে আমরা দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাব। তাই আগামী ১১ দিন শুধু ইতিবাচক ভাবনা ভাবতে চাই, কোনও নেচিবাচক দিক নিয়ে ভাবতে চাই না। এখন শুধু সমাধান নিয়ে ভাবছি। সব সমস্যারই সমাধান আছে। আশা করি, কাল তার কিছুটা বুঝতে পারবেন।" (সৌ: আইএসএল মিডিয়া)

আরও পড়ুন: মাঠ-বিপর্যয়ে মুখ পুড়ল বাংলা ক্রিকেটের, শুরু দায় ঠেলাঠেলি, প্রযুক্তি থাকতেও হল না প্রয়োগ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Jukti Takko: 'ইসলাম ধর্ম সংখ্যালঘুদের উপর আক্রমণকে অনুমোদন দেয় না', যুক্তি-তক্কো অনুষ্ঠানে বড় বার্তা বাকিবিল্লাহ মোল্লার
'ইসলাম ধর্ম সংখ্যালঘুদের উপর আক্রমণকে অনুমোদন দেয় না', যুক্তি-তক্কো অনুষ্ঠানে বড় বার্তা বাকিবিল্লাহ মোল্লার
West Bengal News LIVE Updates:আজ সুপ্রিম কোর্টে SSC মমলার শুনানি কী হবে এসএসসি-র ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ?
আজ সুপ্রিম কোর্টে SSC মমলার শুনানি কী হবে এসএসসি-র ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ?
India-Bangladesh Issue: বাংলাদেশিদের হাতে ভারতের 'ভুয়ো পাসপোর্ট'! রাজ্যে জঙ্গি প্রবেশের আশঙ্কা চরমে!
বাংলাদেশিদের হাতে ভারতের 'ভুয়ো পাসপোর্ট'! রাজ্যে জঙ্গি প্রবেশের আশঙ্কা চরমে!
Stock Market Crash: বাজার খুলতেই বড় পতন, সকালেই ৩ লক্ষ কোটির লোকসান বিনিয়োগকারীদের- দাম পড়ছে এই স্টকগুলির
বাজার খুলতেই বড় পতন, সকালেই ৩ লক্ষ কোটির লোকসান বিনিয়োগকারীদের- দাম পড়ছে এই স্টকগুলির
Advertisement
ABP Premium

ভিডিও

Congress Chaos: দুর্নীতি, বেকারত্বের প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের, তুলকালাম পরিস্থিতি রাজভবনের সামনেWest Bengal News: ছাগল রাখার জায়গায় গাছের পাতার আড়ালে বাঙ্কারে টাকার পাহাড়!RG Kar: আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বাড়ির একাংশ বেআইনিভাবে তৈরি!Passport Scam: বার্থ সার্টিফিকেট থেকে মাধ্যমিক-জাল পাসপোর্ট কারবারে আরও গ্রেফতার!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jukti Takko: 'ইসলাম ধর্ম সংখ্যালঘুদের উপর আক্রমণকে অনুমোদন দেয় না', যুক্তি-তক্কো অনুষ্ঠানে বড় বার্তা বাকিবিল্লাহ মোল্লার
'ইসলাম ধর্ম সংখ্যালঘুদের উপর আক্রমণকে অনুমোদন দেয় না', যুক্তি-তক্কো অনুষ্ঠানে বড় বার্তা বাকিবিল্লাহ মোল্লার
West Bengal News LIVE Updates:আজ সুপ্রিম কোর্টে SSC মমলার শুনানি কী হবে এসএসসি-র ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ?
আজ সুপ্রিম কোর্টে SSC মমলার শুনানি কী হবে এসএসসি-র ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ?
India-Bangladesh Issue: বাংলাদেশিদের হাতে ভারতের 'ভুয়ো পাসপোর্ট'! রাজ্যে জঙ্গি প্রবেশের আশঙ্কা চরমে!
বাংলাদেশিদের হাতে ভারতের 'ভুয়ো পাসপোর্ট'! রাজ্যে জঙ্গি প্রবেশের আশঙ্কা চরমে!
Stock Market Crash: বাজার খুলতেই বড় পতন, সকালেই ৩ লক্ষ কোটির লোকসান বিনিয়োগকারীদের- দাম পড়ছে এই স্টকগুলির
বাজার খুলতেই বড় পতন, সকালেই ৩ লক্ষ কোটির লোকসান বিনিয়োগকারীদের- দাম পড়ছে এই স্টকগুলির
Dev on Khadaan: দুপুরে শো না পাওয়া নিয়ে চূড়ান্ত ক্ষোভ দেবের, রাত হতেই বদলাল 'খাদান'-এর ব্যবসার ছবিটা!
দুপুরে শো না পাওয়া নিয়ে চূড়ান্ত ক্ষোভ দেবের, রাত হতেই বদলাল 'খাদান'-এর ব্যবসার ছবিটা!
Purba Burdwan News: বাড়ির বেসমেন্টের ঢাকনা খুলতেই 'চক্ষু চড়কগাছ' পুলিশের, থাক থাক টাকার বান্ডিল; কেজি কেজি গাঁজা ! গ্রেফতার মহিলা
বাড়ির বেসমেন্টের ঢাকনা খুলতেই 'চক্ষু চড়কগাছ' পুলিশের, থাক থাক টাকার বান্ডিল; কেজি কেজি গাঁজা ! গ্রেফতার মহিলা
Shontaan: 'পুষ্পা ২'-এর দাপটে সমস্যায় 'সন্তান'-ও! দক্ষিণ কলকাতার কোনও সিঙ্গল স্ক্রিনে শো পেল না রাজ-শুভশ্রী-মিঠুনের ছবি
'পুষ্পা ২'-এর দাপটে সমস্যায় 'সন্তান'-ও! দক্ষিণ কলকাতার কোনও সিঙ্গল স্ক্রিনে শো পেল না রাজ-শুভশ্রী-মিঠুনের ছবি
Mumbai News: মাঝ সমুদ্রে স্পিডবোটের ধাক্কায় উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা, মৃত ১৩; উদ্ধার ১০১ জন
মাঝ সমুদ্রে স্পিডবোটের ধাক্কায় উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা, মৃত ১৩; উদ্ধার ১০১ জন
Embed widget