Real Madrid: ৬৯ বছর পর নাম বদলে যাচ্ছে রিয়ালের হোমগ্রাউন্ডের, ভিনিসিয়াসরা কোন মাঠে খেলবেন?
Real Madrid Home Ground: ১৯৫৫ সালে রিয়াল মাদ্রিদের হোমগ্রাউন্ডের নাম দেওয়া হয় এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু। ক্লাব সভাপতি সান্তিয়াগো বার্নাব্যুর নামে স্টেডিয়ামের নাম দেওয়া হয়।
মাদ্রিদ: সেন্টিয়ারো বের্নাব্য়ু স্টেডিয়াম। রিয়াল মাদ্রিদের (Real Madrid) ঘরের মাঠ। অসংখ্য স্মৃতি জড়িয়ে এই মাঠের সঙ্গে রোনাল্ডো, বেল, রাউল, ফিগো, জিদানের মত ফুটবল কিংবদন্তিদের। এবার নাকি সেই নামই বদলে যাচ্ছে। আর সেন্টিয়াগো বের্নাব্যুতে খেলবেন না ভিনিসিয়াসরা। স্পেনের প্রথমসারির সংবাদপত্র মার্কায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ আইকনিক মাঠের নাম বদলের সিদ্ধান্ত নিতে চলেছেন। বিজ্ঞাপন সংক্রান্ত কোনও কারণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্চে বলে জানা গিয়েছে।
উল্লেথ্য, ১৯৫৫ সালের ৪ জানুয়ারি রিয়াল মাদ্রিদের হোমগ্রাউন্ডের নাম দেওয়া হয় এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু। ক্লাব সভাপতি ও কিংবদন্তি ফুটবলার ও কোচ সান্তিয়াগো বার্নাব্যুর নামে এই স্টেডিয়ামের নামকরণ হয়েছিল। বের্নাব্যুর সভাপতি হিসেবে ৩৫ বছরের কেরিয়ারে অসংখ্য ট্রফি ও চ্যাম্পিয়নশিপ জিতেছিল রিয়াল। ৬টি ইউরোপিয়ান কাপ যা এখন চ্যাম্পিয়নস লিগ নামে পরিচিত ও ১৬টি লা লিগা ছিল সেই তালিকায়।
রিয়াল মাদ্রিদের নতুন স্টেডিয়ামে প্রায় ৭৮ হাজার দর্শকাসন। খেলার বাইরে বিভিন্ন কার্যকলাপ, ইভেন্টের আয়োজন হয়ে থাকে এই স্টেডিয়ামে। আর তার জন্যই নতুন করে স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ শুরু হয়েছে। নতুন করে স্টেডিয়ামটি গড়ে তোলা হচ্ছে। আর এবার নামও বদলে ফেলা হবে। নতুন মাঠে ভিনিসিয়াসদের ভাগ্য কেমন হয় সেটাই দেখার। চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম ঐতিহ্যশালী ক্লাব রিয়াল মাদ্রিদ।
সন্তোষ ট্রফিতে আজ সেমিতে নামবে বাংলা
তবে রবিবার শেষ চারের যুদ্ধে বাংলা নামবে গাচ্চিবউলি স্টেডিয়ামে। রবিবার সেমিফাইনাল ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটেয়। তার আগে শনিবার পুরোদমে অনুশীলন করলেন সঞ্জয় সেনের ছেলেরা। দলে চোট আঘাতের কোনও সমস্যা নেই। সকলেই খেলার জন্য মুখিয়ে রয়েছেন। গত বৃহস্পতিবার হায়দরাবাদের ডেকান এরেনায় কোয়ার্টার ফাইনালে ওড়িশাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে বাংলা সেমিফাইনালের টিকিট কনফার্ম করেছিল । ৭৮তম সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল বাংলা। এ নিয়ে ৫২তম বার সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা। টুর্নামেন্টে মোট ৯ গোল হয়ে গেল রবি হাঁসদার। গোলদাতাদের তালিকায় শীর্ষে এখন রবি হাঁসদাই।
সন্তোষ ট্রফিতে দৌড়চ্ছে বাংলার জয়রথ। টুর্নামেন্টে দুরন্ত ছন্দে রয়েছে সঞ্জয় সেনের প্রশিক্ষণাধীন দল। প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডের খেলায় সার্ভিসেসের বিরুদ্ধে জয় পেয়েছিল বাংলা।
আরও পড়ুন: ৯১/৬ থেকে অস্ট্রেলিয়ার স্কোর চতুর্থ দিনের শেষে ২২৮/৯, ম্য়াচ বাঁচাতে পারবে তো ভারত?