Carlo Ancelotti: ফার্গুসনকে টেক্কা দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড কার্লো আনসেলোত্তির
Carlo Ancelotti Record: চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড গড়লেন কার্লো আনসেলোত্তি। তিনি ম্যানেজার হিসেবে টেক্কা দিয়ে দিলেন কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনকে।
মাদ্রিদ: কোচিং কেরিয়ারে নতুন রেকর্ড কার্লো আনসেলোত্তির (Carlo Ancelotti)। রিয়াল মাদ্রিদের (Real Madrid) ম্যানেজার (Manager) হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। বুধবার সেল্টিকের বিরুদ্ধে ৫-১ গোলে জয় ছিনিয়ে নেয় তাঁর দল। আর সেই সঙ্গে সঙ্গেই ম্যানেজার হিসেবে ১০৩টি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ জিতে ফেললেন আনসেলোত্তি। টুর্নামেন্টের ইতিহাসে স্যার ফার্গুসন (Sir Alex Ferguson) মোট ১০২টি ম্যাচ জিতেছিলেন ম্যানেজার হিসেবে। তিনিই এতদিন শীর্ষে ছিলেন তালিকায়। এবার তাঁকে টপকে গেলেন আনসেলোত্তি।
View this post on Instagram
ম্যানেজার হিসেবে ওল্ট ট্র্যাফোর্ডে মোট ২৭ বছর কাটিয়েছিলেন অ্যালেক্স ফার্গুসন। আনসেলোত্তি বিশ্ব ফুটবলে একমাত্র ম্যানেজার, যিনি এরমধ্যেই চারবার চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিতেছেন। এসি মিলানের ম্যানেজার হিসেবে জিতেছেন ২০০২-২০০৩, ২০০৬-২০০৭ মরসুমে। রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে জিতেছেন ২০১৩-২০১৪ ও ২০২১-২০২২ মরসুমে। রিয়াল মাদ্রিদের ম্য়ানেজার হিসেবে আনসেলোত্তির এটি দ্বিতীয়বার চ্য়াম্পিয়ন্স লিগ জয়। এর আগে ২০১৪ সালেও রিয়ালের ম্যানেজার ছিলেন তিনি। সেবার খেতাব ঘরে তুলেছিলেন রোনাল্ডো, মার্সেলোরা। এর আগে ২০০৩ ও ২০০৭ সালে এসি মিলানের ম্যানেজার হিসেবে ইউরোপ সেরা হয়েছিলেন। ইতালির এই প্রাক্তন ফুটবলার তাঁর ফুটবল কেরিয়ারেও দু বার ইউরোপ সেরা হয়েছেন। ১৯৮৯ ও ১৯৯০ সালে খেতাব জিতেছিলেন আনসেলোত্তি ফুটবলার হিসেবে।
ম্যানেজার হিসেবে সবচেয়ে বেশি সাফল্যের তালিকায় আনসেলোত্তির পরে রয়েছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকাকালিন ২০১৬, ২০১৭, ২০১৮ টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন এই প্রাক্তন ফরাসি কিংবদন্তী। এছাড়াও বব পিসলেও তিনবার ইউরোপ সেরা হয়েছেন।
আরও পড়ুন: ফের অ্যাডিলেডে বিরাট দাপট, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে কী বললেন কোহলি?