Roberto Carlos: 'আমার হার্ট অ্যাটাক হয়নি', সব দাবি নস্যাৎ করে নিজের শারীরিক আপডেট দিলেন রবার্তো কার্লোস
Roberto Carlos Health Update: গতকালই রবার্তো কার্লোস হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে খবর শোনা গিয়েছিল।

সাও পাওলো: নব বর্ষের প্রাক্কালে গোটা বিশ্বের ফুটবল সমর্থকদের উদ্বিগ্ন করে এক খবর। একাধিক রিপোর্টে দাবি করা হয় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রবার্তো কার্লোস। বছরশেষে ব্রাজিলিয়ান কিংবদন্তির এহেন খবর স্বাভাবিকভাবেই সকলকে চিন্তিত করে। তবে এই খবর সম্পূর্ণ ভুয়ো বলে নিজেই জানিয়ে দিলেন রবার্তো কার্লোস (Roberto Carlos)।
কার্লোসকে নিয়ে প্রাথমিকভাবে না না রিপোর্ট দাবি করা হচ্ছিল ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের পায়ে রক্ত জমাট বেঁধেছিল। তার জন্যই পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে যে, তাঁর হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। পুরো শরীরের এমআরআই করাতে গিয়ে দেখা যায়, তাঁর হৃদপিণ্ডে আপদকালীন পরিস্থিতিতে অস্ত্রোপচার প্রয়োজন। সঙ্গে সঙ্গে কার্লোসকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এখানেই শেষ নয়, তাঁর হৃদযন্ত্রে ক্যাথিটার লাগানো হয়েছে বলেও খবরে শোনা যাচ্ছিল। ৪০ মিনিট মতো সময় লাগবে বলে ধারণা করা হলেও, ২০০২ সালের বিশ্বজয়ী ফুটবলারের অস্ত্রোপচারের সময় জটিলতা দেখা যায় এবং তার ফলে প্রায় তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে বলেও খবর ছিল। অস্ত্রোপচার সফল হয়েছে বলেও জালি করা হয়।
কার্লোস জানান তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বটে, তবে তা হৃদরোগে আক্রান্ত হয়ে নয়। হাসাপাতালের বেডে শুয়ে এক ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেই কিংবদন্তি ফুটবলার লেখেন, 'সম্প্রতি আমায় নিয়ে যে খবরগুলি ছড়িয়েছে, সেই বিষয়ে আমি সবাইকে জানাতে চাই। আমি সম্প্রতি প্রতিরোধমূলক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছি, যা আমার মেডিক্যাল দলের সঙ্গে পরামর্শ করে পূর্বপরিকল্পিত। এই গোটা প্রক্রিয়াটা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে এবং আমি ভালি আছি। আমার হার্ট অ্যাটাক হয়নি।'
View this post on Instagram
তিনি আরও যোগ করেন, 'আমি দ্রুতই সুস্থ হয়ে উঠছি এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য মুখিয়ে রয়েছি। পাশাপাশি শীঘ্রই আমি আমার ব্যক্তিগত ও পেশাদার কাজকর্মগুলি পুনরায় শুরু করার অপক্ষায় রয়েছি। আমি সকলকে আমার সমর্থন এবং আমার বিষয়ে উদ্বেগ দেখানের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই। আমি সকলকে আবারও জানাতে চাই যে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। আমার গোটা মেডিক্য়াল দল যারা আমার দেখভাল করেছেন, তাঁদের সকলকেও অনেক ধন্যবাদ।'






















