UCL 2023-24: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কোন দল কার বিরুদ্ধে মাঠে নামবে? প্রকাশিত সূচি
Champions League: ৯ এবং ১০ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ এবং ১৬ ও ১৭ এপ্রিল টুর্নামেন্টের দ্বিতীয় লেগ আয়োজিত হবে।
জুরিখ: এই সপ্তাহেই ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ১৬-র লড়াই সমাপ্ত হয়ে গিয়েছিল। আট কোয়ার্টার ফাইনালিস্ট নির্ধারিত হয়ে গিয়েছিল। এবার টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছনোর লক্ষ্যে কোন দল কার মুখোমুখি হবে, তাও নির্ধারিত হয়ে গেল।
টুর্নামেন্টের গত বারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের সফলতম দল রিয়াল মাদ্রিদের। অর্থাৎ ফের একবার পেপ গুয়ার্দিওলার মগজাস্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে রিয়ালকে। বার্সালোনা ম্যানেজার থাকাকালীন পেপ বহুবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মুখোমুখি হয়েছিলেন। পেপের এই বার্সালোনা যোগই কিন্তু এই লড়াইকে বাড়তি গুরুত্ব প্রদান করছে। ইংল্যান্ডের আরেক ক্লাব আর্সেনালের লড়াইটা হবে জার্মানির সফলতম ক্লাব তথা ছয় বারের চ্যাম্পিয়ন্স লিগ বিজেতা বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে।
Quarter-finals confirmed ✅#UCLdraw pic.twitter.com/s7PpLFP0Bn
— UEFA Champions League (@ChampionsLeague) March 15, 2024
জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে। আর প্যারিস সঁ জরমঁ খেলবে বার্সেলোনার বিরুদ্ধে। বর্তমানে বার্সার রিমোট কন্ট্রোল রয়েছে জাভির হাতে। আর পিএসজির কোচিংয়ের পদে লুইস এনরিকে। এনরিকের তত্ত্বাবধানেই ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগজয়ীর মেডেল উঠেছিল বার্সেলোনা তারকাদের গলায়। খেতাব এসেছিল কাতালুনিয়ায়। সেই দলের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন জাভি। অর্থাৎ এবার লড়াইটা হবে কোচ বনাম ছাত্রের।
৯ এবং ১০ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ এবং ১৬ ও ১৭ এপ্রিল টুর্নামেন্টের দ্বিতীয় লেগ আয়োজিত হবে। এই ড্রয়ের সঙ্গে সঙ্গেই টুর্নামেন্টের সেমিফাইনালের ড্রও নির্ধারণ করে দেওয়া হয়েছে। অ্যাটলেটিকো-বরুসিয়া টাইয়ে জয়ী দল বার্সা ও পিএসজি লড়াইয়ে জয়ী দলের মুখোমুখি হবে। অপরদিকে, শেষ চারে আর্সেনাল বা বায়ার্নের মুখোমুখি হবে রিয়াল বা ম্যান সিটি।
Semi-finals 👇
— UEFA Champions League (@ChampionsLeague) March 15, 2024
Atlético or Dortmund 🆚 Paris or Barcelona
Arsenal or Bayern 🆚 Real Madrid or Man City #UCLdraw pic.twitter.com/fBFSZKnbQv
এপ্রিল ৩০ ও ১ মে সেমিফাইনালের প্রথম লেগ এবং ৭ মে ও ৮ মে দ্বিতীয় লেগ আয়োজিত হবে। এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আসর বসবে লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: পিঠের চোটের জল্পনার মাঝেই ভাইরাল কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের নাচের ভিডিও