Malda News: ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরি করে পারিবারিক সম্পত্তি হাতানোর ছক, তারপর.....
ABP Ananda Live: ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরি করে পারিবারিক সম্পত্তি হাতানোর ছক। মালদার হরিশ্চ্দ্রপুরের এক বাসিন্দার বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। অভিযুক্তের বাবা-কাকারা বেঁচে থাকলেও, তাঁর নামে ওয়ারিশ সার্টিফিকেট ইস্যু করেছেন কংগ্রেসের পঞ্চায়েত প্রধান ও তৃণমূলের পঞ্চায়ত সদস্য। ঘটনা সামনে আসতেই চড়ল রাজনৈতিক বাগযুদ্ধের পারদ।
আরও খবর, সিঙ্গুর থেকে হাওড়া পর্যন্ত দুটি লোকাল ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করা হয়েছে। রেল বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পয়লা জানুয়ারি থেকে কার্যকর করা হবে নতুন নিয়ম। এরই প্রতিবাদেই গর্জে উঠেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না। 'সিঙ্গুর আন্দোলন' লোকাল ট্রেনটিকে কোনওমতেই সম্প্রসারণ করা যাবে না, এই দাবিকে সামনে রেখে হাওড়া -তারকেশ্বর লোকাল ট্রেনটিকে তারকেশ্বর অভিমুখে যেতে বাধা দিলেন প্রতিবাদীরা । সিঙ্গুর ১ নং প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে তৃনমূল কর্মী ও সিঙ্গুর বাসীরা রেলপথ আটকায়।