UEFA EURO 2024: লেয়নডস্কি বনাম ভ্যান ডাইকের লড়াই, কোথায়, কখন দেখবেন পোল্যান্ড-নেদারল্যান্ডসের ম্যাচ?
Poland vs Netherlands: দুই দলের মুখোমুখি সাক্ষাৎকারে নয়টি ম্যাচ জিতেছে নেদারল্য়ান্ডস এবং মাত্র তিনটিতে জয় পেয়েছে পোল্যান্ড।
হামবার্গ: চলতি উয়েফা ইউরোয় (UEFA Euro 2024) আজ নিজেদের অভিযান শুরু করছে নেদারল্যান্ডস। প্রতিপক্ষ পোল্যান্ড। গ্রুপ 'ডি'-র এই ম্যাচ বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এই ম্যাচেই বর্তমান বিশ্বের দুই সেরা ফুটবলার ভার্জিল ভ্যান ডাইক (Virgil Van Dijk) এবং রবার্ট লেয়নডস্কির (Robert Lewandowski) একে অপরের মুখোমুখি হবে। দুইজনে আবার দুই দলের অধিনায়কও বটে। তারকা ডিফেন্ডার ও স্ট্রাইকারের মুখোমুখি লড়াইয়ে কে শেষ হাসি হাসেন, সেইদিকে সকলের নজর থাকবে।
ম্যাচের আগে কিন্তু ডাচ অধিনায়ক ভ্যান ডাইক বেশ সতর্ক। হামবার্গে দলের সমর্থকদের তাঁদের হয়ে গলা ফাটানোর জন্য ডাকও দিয়েছেন তারকা ডিফেন্ডার। তিনি পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে বলেন, 'কঠিন প্রতিপক্ষ, ভাল খেলোয়াড়ে ভর্তি। মাঠে যে প্রচুর পরিমাণে পোল্যান্ডের সমর্থকরা উপস্থিত থাকবেন এবং তারা যে আমাদের কাজটা কঠিন করে তুলবেন, সেই বিষয়ে আমি নিশ্চিত। তাই ডাচ সমর্থকদের আমাদের ভীষণভাবে প্রয়োজন।'
কাদের ম্যাচ?
ইউরো কাপে আজকের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি পোল্যান্ড ও নেদারল্যান্ডস
কবে খেলা?
ম্যাচটি হবে ১৬ জুন, শনিবার
কখন শুরু ম্যাচ?
ভারতীয় সময় রবিবার সন্ধে ৬.৩০-এ ম্যাচের কিক অফ
কোথায় ম্যাচ?
পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচটি হবে হার্মবার্গের ভক্সপার্কস্টাডিয়নে আয়োজিত হবে
টিভিতে কোথায় দেখবেন ম্যাচ?
ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলে হতাশ হবেন না। স্মার্টফোনেও দেখতে পাবেন পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচ। সোনি লিভ মোবাইল অ্যাপে দেখা যাবে খেলা
হেড-টু-হেড
দুই দল ১৯৬৮ সাল থেকে একে অপরের বিরুদ্ধে মঠে নামছে। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এই প্রথমবার দুই দল মুখোমুখি হবে। মুখোমুখি লড়াইয়ে অনেকটাই এগিয়ে ডাচ শিবির। নেদারল্যান্ডসের নয় ম্যাচের জবাবে মুখোমুখি সাক্ষাৎকারে পোল্যান্ড মাত্র তিনটি ম্যাচ জিতেছে। বাকি সাত ম্যাচ ড্র হয়েছে। ১৯৭৯ সালের পর থেকে তো পোলিশরা ডাচদের হারাইনি। সেই পরিসংখ্যান বদলে ফেলতে মরিয়া হয়েই যে মাঠে নামবেন রবার্ট লেওয়ানডস্কিরা, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: চিন্তা চোটআঘাত, সার্বিয়ার বিরুদ্ধে ইউরো অভিযান শুরু করছে হ্যারি কেনের ইংল্যান্ড