Belgium vs Slovakia: ভার প্রযুক্তিতে লুকাকুর জোড়া গোল বাতিল, বেলজিয়ামকে হারিয়ে বিরাট অঘটন স্লোভাকিয়ার
UEFA Euro Cup 2024 : ম্যাচের শেষে অবশ্য আলোচনা চলল লুকাকুর জোড়া গোল বাতিল হওয়া নিয়ে। দুবারই ভার প্রযুক্তির সাহায্যে গোল বাতিল করেন রেফারি।
ফ্র্যাঙ্কফুর্ট: চলতি ইউরো কাপে (UEFA Euro Cup 2024) প্রথম অঘটনের সাক্ষী রইল সোমবার। ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় শুরু হওয়া ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে দিল স্লোভাকিয়া। মনে করিয়ে দেওয়া যাক, ফিফা ব়্যাঙ্কিংয়ে বেলজিয়াম তৃতীয়। সেখানে স্লোভাকিয়ার ব়্যাঙ্কিং ৪৮।
ম্যাচের শেষে অবশ্য আলোচনা চলল লুকাকুর জোড়া গোল বাতিল হওয়া নিয়ে। দুবারই ভার প্রযুক্তির সাহায্যে গোল বাতিল করেন রেফারি। সব মিলিয়ে অন্যতম ফেভারিট বেলজিয়ামের টুর্নামেন্টের শুরুটা ভাল হল না। ২০২২ বিশ্বকাপের হতাশা এখনও পিছু ছাড়ল না রেড ডেভিলদের।
২০২২ সালের ২৭ নভেম্বরের পর এই প্রথম কোনও ম্যাচ হারল বেলজিয়াম। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কোর কাছে হেরেছিলেন কেভিন দ্য ব্রুইনরা। বেলজিয়াম তারপর থেকে ১৫ ম্যাচ অপরাজিত ছিল। যার মধ্যে ১০টি জয় ও ৫টি ম্যাচ ড্র হয়। ৬০ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেও স্লোভাকিয়ার কাছে ম্যাচ হারতে হল বেলজিয়ামকে। ফিফা ব়্যাঙ্কিং ধরলে ইউরো কাপের ইতিহাসে এটাই সবচেয়ে বড় অঘটন।
কিক অফের মাত্র ৭ মিনিটের মাথায় গোল করে স্লোভাকিয়াকে এগিয়ে দিয়েছিলেন ইভান স্ক্র্যাঞ্জ। তারপর গোটা ম্যাচে বারবার চেষ্টা করেও আর সেই গোল পরিশোধ করতে পারেননি লুকাকুরা। তিনি দুবার গোল করেছিলেন। একবার অফসাইডের জন্য ভার প্রযুক্তি ব্যবহার করে লুকাকুর গোল বাতিল করা হয়। আর একবার দেখা যায়, লুকাকুর গোলের আগে বল বেলজিয়ামের ফুটবলার ওপেন্ডার হাতে লেগেছিল। হ্যান্ড বল হওয়ায় সেই গোল বাতিল করেন রেফারি।
ম্যাচের শেষে কেভিন দ্য ব্রুইন দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেন।
২৪ বছর পর ইউরো কাপে ম্যাচ জিতল রোমানিয়া
দীর্ঘ ২৪ বছর পর ইউরো কাপে কোনও ম্যাচ জিতল রোমানিয়া। ২০০০ সালে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছিল রোমানিয়া। তারপর এই জয়। মিউনিখে গ্রুপ ই-র ম্যাচে ইউক্রেনকে ৩-০ গোলে পর্যুদস্ত করল হাজি, পোপেস্কুদের দেশ।
প্রথম ২০ মিনিট ইউক্রেনের দাপট ছিল। মনে করা হয়েছিল, যুদ্ধবিধ্বস্ত দেশ ফুটবল মাঠের পারফরম্যান্স দিয়ে দেশবাসীর মুখে হাসি ফোটাবেন। কিন্তু দুই অর্ধে রোমানিয়ার দুই দূর পাল্লার শটে করা গোল ইউক্রেনের আশা শেষ করে দেয়। প্রথমে রোমানিয়ার অধিনায়ক নিকোলাই স্ত্যাঙ্কিউ ও দ্বিতীয়ার্ধে রাজভান মারিনের দূর পাল্লার শট ইউক্রেনকে জোরাল ধাক্কা দেয়। ৫৭ মিনিটে ড্র্যাগাস ৩-০ করেন।
আরও পড়ুন: বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হতেই ভারতীয় ফুটবল দলের কোচ স্তিমাচকে ছাঁটাই