এক্সপ্লোর
Advertisement
অবশেষে করোনা রিপোর্ট নেগেটিভ, সাহস হারাবেন না, ওপরওয়ালাই ভরসা, বললেন মাশরাফি, স্ত্রীর এখনও চিকিত্সা চলছে
তিনি বলেছেন, ‘ওপরওয়ালার আশীর্বাদে আমার করোনাভাইরাস পরীক্ষার ফল অবশেষে নেগেটিভ এসেছে। টেস্টের রেজাল্ট জানতে পেরেছি। এই পুরো সময়টা যাঁরা আমার পাশে ছিলেন, প্রার্থনা করেছেন, উদ্বিগ্ন হয়েছেন, চিন্তা করেছেন ও নানাভাবে খোঁজ নিয়েছেন বা খবর নেওয়ার চেষ্টা করেছেন, তাঁদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল।’
ঢাকা:অবশেষে করোনাভাইরাস থেকে মুক্ত হলেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সপ্তাহ তিনেক আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এর মাঝে একবার পরীক্ষা করিয়েছিলেন। তাতে ফের ‘পজিটিভ’ রিপোর্ট আসে। তবে এবার তিনি পুরোপুরি রোগমুক্ত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘ওপরওয়ালার আশীর্বাদে আমার করোনাভাইরাস পরীক্ষার ফল অবশেষে নেগেটিভ এসেছে। টেস্টের রেজাল্ট জানতে পেরেছি। এই পুরো সময়টা যাঁরা আমার পাশে ছিলেন, প্রার্থনা করেছেন, উদ্বিগ্ন হয়েছেন, চিন্তা করেছেন ও নানাভাবে খোঁজ নিয়েছেন বা খবর নেওয়ার চেষ্টা করেছেন, তাঁদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল।’
Hope everybody is well. Alhamdulillah. By the grace of God and with the blessings of all of you, the result of my corona virus test is negative. Gratitude to all those who have been by my side all this time, who have prayed for me thanks a lot pic.twitter.com/TkYiBJDGCW
— MASHRAFE BIN MORTAZA???? (@mashrafebd) July 14, 2020
নিজে করোনামুক্ত হলেও স্ত্রী সুমনা হকের সুস্থ হয়ে উঠতে আরেকটু সময় লাগবে বলে জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর সপ্তাহ দুয়েক কেটে গেলেও আমার স্ত্রীর করোনা পরীক্ষার ফল এখনো পজিটিভ। তবে সবার প্রার্থনায়, ভালোবাসায় ও ভালো আছে। ওর জন্যও প্রার্থনা করছি।’
বাড়িতে থেকেই যে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়া সম্ভব, সেটিই আবার বললেন মাশরাফি। তিনি বলেন, ‘দেখুন পুরোপুরি বাড়িতে থেকে চিকিৎসা করিয়েই আমি সেরে উঠেছি। যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের সবার উদ্দেশে বলছি, সাহস হারাবেন না। ওপরওয়ালার উপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। মনে রাখবেন, করোনাভাইরাসের বিরুদ্ধে আমাদের সকলকে লড়াই চালিয়ে যেতে হবে।’ মাশরফির সুস্থতার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement