Bumrah as Vice Captain: কেন পন্থ, শ্রেয়স থাকা সত্ত্বেও ওয়ান ডে সিরিজে সহ অধিনায়ক বুমরা?
Bumrah as Vice Captain: রাহুলকে অধিনায়ক করার পাশাপাশি সহ অধিনায়ক বাছা হয়েছে জশপ্রীত বুমরা। ঋষভ পন্থ (rishabh pant) ও শ্রেয়স আইয়ার থাকা সত্ত্বেও বুমরাকে রাহুলের ডেপুটি বাছা নিয়ে প্রশ্ন উঠেছে।
![Bumrah as Vice Captain: কেন পন্থ, শ্রেয়স থাকা সত্ত্বেও ওয়ান ডে সিরিজে সহ অধিনায়ক বুমরা? Former BCCI selector explains why jasprit bumrah was appointed ODI vice-captain over rishabh pant, shreyas iyer Bumrah as Vice Captain: কেন পন্থ, শ্রেয়স থাকা সত্ত্বেও ওয়ান ডে সিরিজে সহ অধিনায়ক বুমরা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/02/338fa3253c8fa648ba03c4c31fc7964b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ান ডে সিরিজের ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। কে এল রাহুলকে অধিনায়ক করার পাশাপাশি সহ অধিনায়ক বাছা হয়েছে জশপ্রীত বুমরা। ঋষভ পন্থ (rishabh pant) ও শ্রেয়স আইয়ার থাকা সত্ত্বেও কেন বুমরাকে রাহুলের ডেপুটি বাছা হল তা নিয়ে প্রশ্ন উঠছিল। তার ওপর আবার বিরাট যেখানে স্কোয়াডে রয়েছেন, সেখানে তাঁকেই বা কেন দায়িত্ব দেওয়া হল না, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।
প্রাক্তন নির্বাচক মণ্ডলীর প্রধান এমএসকে প্রসাদ বুমরার সমর্থনে মুখ খুললেন। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে ভারতীয় বোলিং লাইন আপের হেভিওয়েট সদস্য তিনি। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসাদ বলেন, ''জশপ্রীত বুমরা একজন ভীষণ দায়িত্ববান তরুণ ক্রিকেটার। তাহলে কেন ওকে ভাবা হবে না? আমি অবশ্যই এই সিদ্ধান্তে ভীষণ খুশি। একজন ফাস্ট বোলারকে কী অধিনায়কের দায়িত্ব দেওয়া যায় না? তার ওপর ও তিন ফর্ম্য়াটেই দুর্দান্ত পারফর্ম করেছেন।'' প্রাক্তন ভারতীয় উইকেট কিপার আরও বলেন, ''যতক্ষণ না তুমি লিডারশিপ গ্রুপে ঢুকবে, ততক্ষণ তোমার দক্ষতা সম্পর্কে বোঝা যাবে না। বুমরা নতুন কিছু নিয়েই আসতেই পারে। সেই বিশ্বাস রাখতে হবে। এছাড়াও আমার যতদূর মনে হয় যে এই একটা সিরিজের জন্যই আপাতত ওকে সহ অধিনায়ক বাছা হয়েছে।''
দক্ষিণ আফ্রিকা (south africa) সফরে ওয়ান ডে সিরিজের জন্য ১৮ সদস্যের দলে সুযোগ পেয়েছেন শিখর ধবন (shikhar dhawan)। কিন্তু অনেকেই অবাক হয়েছেন যে ফর্মে না থাকা সত্ত্বেও কেন ধবনকে দলে নেওয়া হল? যদিও প্রাক্তন নির্বাচক সাবা করিম মনে করেন যে কয়েকটি ইনিংসের ওপর নির্ভর করে কখনোই ধবনের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়।
সাবা এক সাক্ষাৎকারে বলেন, ''ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের নিরিখে শিখর ধবনের দলে নির্বাচনের মাপকাঠি হওয়া উচিত নয়। দেশের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে কেমন পারফর্ম করেছে ধবন, তার ওপরই দলে ওর নির্বাচন হওয়া উচিত। আমি নিশ্চিত যে নির্বাচকরা হয়ত মনে করেছে যে শিখরের মধ্যে এখনও সেই ক্ষমতা রয়েছে, যা দলের উন্নতিতে কাজে লাগবে। আমার যতদূর মনে হয় রুতুরাজ গায়কোয়াডের ৩ নম্বরে খেলার সম্ভাবনাও রয়েছে।'' উল্লেখ্য, বিজয় হাজারে ট্রফিতে ধবন যেখানে মাত্র ৫৬ রান করেছেন, সেখানে রুতুরাজ ১৫০-এর ওপর গড়ে ৬০৩ রান করেছেন টু্র্নামেন্টে। তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)