Cricketers Pension: বড় পদক্ষেপ সৌরভদের বোর্ডের! প্রত্যেক প্রাক্তনীর জন্য বাড়ছে পেনশন
BCCI: বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড মনে করা হয়। আইপিএল আয়োজনের দৌলতে আরও ফুলে ফেঁপে উঠেছে তারা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) আরও এক ইতিবাচক পদক্ষেপের কথা প্রকাশ্যে এল সোমবার।
![Cricketers Pension: বড় পদক্ষেপ সৌরভদের বোর্ডের! প্রত্যেক প্রাক্তনীর জন্য বাড়ছে পেনশন Former Cricketers Monthly Pension increase 75 Percent of personnel beneficiaries of 100 Percent Raise Cricketers Pension: বড় পদক্ষেপ সৌরভদের বোর্ডের! প্রত্যেক প্রাক্তনীর জন্য বাড়ছে পেনশন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/13/d9f551879e1358ec2f6b152fcee8049f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড মনে করা হয়। আইপিএল আয়োজনের দৌলতে আরও ফুলে ফেঁপে উঠেছে তারা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) আরও এক ইতিবাচক পদক্ষেপের কথা প্রকাশ্যে এল সোমবার। এবার ভারতীয় বোর্ড সুখবর দিল প্রাক্তন ক্রিকেটারদের। জানানো হল, ১০০ শতাংশ বাড়ানো হচ্ছে পেনশনের পরিমাণ।
সোমবার ট্যুইটারে বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah) লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মহিলা এবং পুরুষ ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালদের মাসিক পেনশন বাড়ানো হচ্ছে। মোট ৯০০ জন এই বর্ধিত পেনশনের আওতায় পড়বেন। এবং ৭৫ শতাংশ পেনশনারের অবসরকালীন ভাতা বাড়বে ১০০ শতাংশ!” স্বাভাবিক ভাবেই বড় ঘোষণা করলেন জয় শাহ। নিঃসন্দেহে যাতে খুশি এবং উপকৃত হবেন পেনশন ভোগীরা। তাঁর ট্যুইটেই স্পষ্ট, ক্রিকেটারদের পাশাপাশি এই তালিকায় থাকছেন স্কোরার, পরিসংখ্যানকারী-সহ ম্যাচের সঙ্গে যুক্ত আধিকারিকরা।
প্রসঙ্গত, এদিনই টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএলের (IPL Media Rights) ম্যাচ দেখানোর স্বত্ত্ব বিরাট অঙ্কে বিক্রি হয়েছে। ২০২৩ থেকে ২০২৭ সাল- এই পাঁচ বছরের জন্য আইপিএলের (IPL Media Rights) টিভি ও ডিজিটাল স্বত্ব পেতে পারে দু’টি কোম্পানি। ২৩ হাজার ৫৭৫ কোটি টাকার বিনিময়ে সেই স্বত্ব কেনার দৌড়ে এগিয়ে ডিজনি (স্টার স্পোর্টস)।
এরপরই প্রাক্তন ক্রিকেটারদের সুখবর দিলেন জয় শাহ। অনেক সময়ই মহিলা ও পুরুষ ক্রিকেটারদের বেতনের ব্য়বধান নিয়ে আঙুল তোলা হয় বিসিসিআইয়ের দিকে। তবে পেনশনের ক্ষেত্রে সেই বর্ধিত শতাংশের ব্যবধান কার্যত মুছে ফেলছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।
পেনশনভোগীদের বেশিরভাগের প্রাপ্য অর্থ বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে। বোর্ডের কাছে যাঁরা প্রত্যেক মাসে ১৫ হাজার টাকা পেনশন পেতেন, তাঁরা এখন পাবেন ৩০ হাজার টাকা। যাঁরা সর্বোচ্চ ৫০ হাজার টাকা পেতেন, তাঁদের জন্য বরাদ্দ বেড়ে হয়েছে ৭০ হাজার টাকা।
আরও পড়ুন: ৩ বছর পর খেলবেন রঞ্জি ট্রফির ম্যাচ, ক্রিকেট উপভোগ করতে চান প্রদীপ্ত
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)