এক্সপ্লোর
Advertisement
প্রয়াত ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ভিবি চন্দ্রশেখর
৫৮ তম জন্মদিনের মাত্র ছয়দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন ক্রিকেটার ভিবি চন্দ্রশেখর। আজ বৃহস্পতিবার চেন্নাইয়ে জীবনাবসান হল ভারতীয় দলের প্রাক্তন ওপেনার তথা জাতীয় নির্বাচক ভিবি চন্দ্রশেখরের। রেখে গেলেন স্ত্রী ও দুই কন্যাকে।
নয়াদিল্লি: ৫৮ তম জন্মদিনের মাত্র ছয়দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন ক্রিকেটার ভিবি চন্দ্রশেখর। আজ বৃহস্পতিবার চেন্নাইয়ে জীবনাবসান হল ভারতীয় দলের প্রাক্তন ওপেনার তথা জাতীয় নির্বাচক ভিবি চন্দ্রশেখরের। রেখে গেলেন স্ত্রী ও দুই কন্যাকে।
১৯৮৮ থেকে ১৯৯০ পর্যন্ত সাতটি একদিনের ম্যাচ খেলেছেন। সংগ্রহ ৮৮ রান। যদিও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো রেকর্ড রয়েছে তাঁর। ৮১ টি ম্যাচে তাঁর সংগ্রহ ৪৯৯৯ রান। সর্বোচ্চ ২৩৭ অপরাজিত।
তাঁর আকস্মিক প্রয়াণে ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া। সুরেশ রায়না, হরভজন সিংহ ও আকাশ চোপড়া সহ ভারতীয় দলের ক্রিকেটাররা ভিবি চন্দ্রশেখরের প্রয়ানে শোক প্রকাশ করেছেন।
রায়নার ট্যুইট- ভিবি চন্দ্রশেখর স্যারের প্রয়াণে গভীরভাবে দুঃখিত ও মর্মাহত। তাঁর ধারাবাহিক প্রচেষ্টা চেন্নাই সুপার কিংস দলের যথাযথ ভিত্তি গড়ে ওঠা সম্ভব হয়েছিল। শুরু থেকেই তিনি আমাদের উত্সাহিত করতেন এবং আমাদের ওপর তাঁর অগাধ আস্থা ছিল। শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা।
হরভজনের ট্যুইট- ভিবি চন্দ্রশেখরের প্রয়াণে মর্মাহত..খুবই দুঃখের খবর..খুব অল্প বয়সে চলে গেলেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি।
ভিবি চন্দ্রশেখর ছিলেন ইঞ্জিনিয়ার। ২৫ বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তাঁর। যে তামিলনাড়ু দলে তিনি খেলতেন সেই দলে ছিলেন ডব্লুভি রমন, দিবাকর বসু, লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ ও ভরত অরুণের মতো ক্রিকেটার।
কয়েক মরশুম আগেও রঞ্জিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ভিবি চন্দ্রশেখরের দখলে। ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলের বিরুদ্ধে ৫৬ বলে শতরান করে জাতীয় পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করে নিয়েছিলেন তিনি।
গ্রেগ চ্যাপেল যখন ভারতীয় দলের কোচ ছিলেন তখন ভিবি চন্দ্রশেখর জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement