Sreesanth in Ranji Trophy: কেরলের ২৪ সদস্যের রঞ্জি স্কোয়াডে শ্রীসন্থ
Sreesanth in Ranji Trophy: প্রায় ৯ বছর পর ঘরোয়া ক্রিকেটে লাল বলের ফর্ম্যাটে ফিরে এলেন শ্রীসন্থ (S Sreesanth)। ২০১৩ সালে মুম্বইয়ের বিরুদ্ধে শেষবার রঞ্জিতে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন এই পেসার।
কোচি: ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন এস শ্রীসন্থের। আসন্ন রঞ্জির জন্য কেরলের ২৪ সদস্যের দলে সুযোগ পেলেন ৩৮ বছরের এই প্রাক্তন ভারতীয় বোলার। প্রায় ৯ বছর পর ঘরোয়া ক্রিকেটে লাল বলের ফর্ম্যাটে ফিরে এলেন শ্রীসন্থ। ২০১৩ সালে মুম্বইয়ের বিরুদ্ধে শেষবার রঞ্জিতে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নেমেছিলেন এই ডানহাতি পেসার।
২০১৩ সালে আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ে নাম জড়ায় শ্রীসন্থের। এরপরই নির্বাসনের কোপ এসে পড়ে তাঁর ওপর। ট্যুইটারে একটি পোস্ট করে শ্রীসন্থ লিখেছেন, ''প্রায় ৯ বছর পর আমার সুন্দর রাজ্য কেরলের হয়ে রঞ্জি খেলার সুযোগ পেয়েছি। খুব ভালো লাগছে।''
২০১৩ সালের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় শ্রীসন্ত ও তাঁর দুই সতীর্থ অজিত চান্ডিলা ও অঙ্কিত চবন স্পট-ফিক্সিং করেন বলে অভিযোগ ওঠে। তাঁদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। এছাড়া মুম্বইয়ে গ্রেফতার হন বিন্দু দারা সিংহ ও চেন্নাই সুপার কিংসর অন্যতম শীর্ষকর্তা গুরুনাথ ময়াপ্পান। ২০১৫ সালে অবশ্য শ্রীসন্তকে রেহাই দেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। যদিও তার আগেই এই পেসারকে আজীবন নির্বাসিত করার কথা ঘোষণা করেছিল বিসিসিআই। ২০১৮ সালে সেই সিদ্ধান্ত বাতিল করার কথা ঘোষণা করে কেরল হাইকোর্ট। গত বছর আবার সেই রায় বাতিল করে বিসিসিআই-এর পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। তবে শাস্তি কমাতে বলে আদালত। এরপরেই আজীবন নির্বাসনের বদলে সাত বছর নির্বাসনের কথা ঘোষণা করে বিসিসিআই। ২০১৩ সালের মে মাসের পরে আর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি শ্রীসন্ত। ফলে এতদিন পরে তাঁর পক্ষে আর রঞ্জি ট্রফি খেলা সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয় ছিল।
তবে এই পেসার আত্মবিশ্বাসী ছিলেন। তিনি জানিয়েছিলেন, ‘আমাকে সুযোগ দেওয়ায় কেরল ক্রিকেট সংস্থার কাছে ঋণী থাকব। আমি ফিটনেসের প্রমাণ দিয়ে খেলায় ফিরব। এখন সব বিতর্ক দূরে সরিয়ে রাখার সময় এসেছে।’ সম্প্রতি কেরল ক্রিকেট সংস্থার সচিব শ্রীজিৎ নায়ার জানিয়েছেন, শ্রীসন্ত মাঠে ফিরলে দলের সম্পদ হয়ে উঠবেন। সভাপতি সজন ভার্গিজও জানিয়েছেন, ‘শ্রীসন্তকে স্বাগত জানাতে তৈরি কেসিএ। তাঁকে শিবিরে থাকতে হলে ফিটনেসের পরীক্ষা দিতে হবে। তিনি অবশ্যই একজন অভিজ্ঞ বোলার।’
আরও পড়ুন: ''দলে জায়গা আটকে রেখেছেন'', পূজারাকে সমালোচনা সোশ্যাল মিডিয়ায়