Vinesh Phogat: হরিয়ানা সরকার দিয়েছিল আর্থিক পুরস্কার, সেই টাকাতেই বিশ্বমানের অ্য়াকাডেমি গড়ছেন বিনেশ
Vinesh Phogat Academy: দেশে ফিরে আসার আগেই এক বিবৃতিতে কুস্তিকে বিদায়ও জানিয়েছিলেন বিনেশ। তবে এবার নিজের স্বপ্নপূরণ না করতে পারলেও তাঁর হাতে ধরেই অলিম্পিক্সে পদকজয়ের স্বপ্ন দেখতে পারেন অনেকেই।

হরিয়ানা: প্যারিস অলিম্পিক্সের মাঝেই তাঁকে নিয়ে বিতর্ক কম হয়নি। ৫০ কেজি কুস্তির বিভাগে ফাইনালে উঠেও শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট থেকেই ডিসকোয়ালিফায়েড হয়ে গিয়েছিলেন বিনেশ ফোগাত। ফাইনালের দিন সকালে শরীরের ওজন নির্ধারিত মাত্রার থেকে বেশি থাকায় বাতিল করে দেওয়া হয় বিনেশকে। চোখের জলে বাউট ছেড়েছিলেন। দেশে ফিরে আসার আগেই এক বিবৃতিতে কুস্তিকে বিদায়ও জানিয়েছিলেন বিনেশ। তবে এবার নিজের স্বপ্নপূরণ না করতে পারলেও তাঁর হাতে ধরেই অলিম্পিক্সে পদকজয়ের স্বপ্ন দেখতে পারেন অনেকেই। সেই রাস্তাই তৈরি করছেন বিনেশ।
অলিম্পিক্স থেকে ফেরার পর হরিয়ানা সরকার বিনেশের কাছে কিছু প্রস্তাব রেখেছিল। সেই রাজ্যের ক্রীড়ানীতি অনুযায়ী অলিম্পিক্সে পদকজয়ীকে জমি, সরকারি চাকরি অথবা টাকা এই তিনটের মধ্যে বেছে নিতে বলা হয়। বিনেশ ৪ কোটি টাকা বেছে নেন। সেই বিষয়ে ক্রীড়ামন্ত্রককে চিঠিও পাঠিয়েছিলেন তারকা কুস্তিগির। এবার সেই অর্থ দিয়েই বিশ্বমানের অ্য়াকাডেমি গড়ে তোলার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। নিজের সোশ্য়াল মিডিয়ায় বিনেশ লিখেছেন, ''যখন একজন প্লেয়ারের পরিশ্রম, কষ্ট কাজে দেয়, তখনই আসল পুরস্কার তা। আমার ওপর দেশবাসী বিশ্বাস করেছে। অনেকেই আমার পরিশ্রমের কুর্ণিশ করেছে। অনেক সম্মান, ভালবাসা, উৎসাহ পেয়েছি। এবার মনে হয় তা ফিরিয়ে দেওয়ার পালা। আমি শুধু নিজেই স্বপ্ন দেখব এমনটা নয়। আরও আমার মত হাজার হাজার ক্রীড়াবিদ যাঁরা স্বপ্ন দেখতে চাই। স্বপ্নকে বাস্তবায়িত করতে চায়, তাঁদের পাশে দাঁড়াতে চাই আমি। হরিয়ানা সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই। সরকার আমাকে যে আর্থিক সাহায্য করছে, তা দিয়েই আমি উন্নতমানের স্পোর্টস অ্যাকাডেমি গড়ে তুলতে চাইব।''
উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে ফাইনালের দিন ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যাওয়ায় ফাইনালের দিনই বাতিল হতে হয় বিনেশকে। তিনি বাউটে নামতেই পারেননি। এরপর টানা কয়েক সপ্তাহ বিতর্ক চলেছে। আইওসির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে অ্যাপিল করেছিলেন বিনেশ। কিন্তু সেখানেও তিনি আশার আলো দেখতে পাননি। তবে পদক না জিতলেও দেশে ফেরার পর থেকেই বিনেশকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। আর্থিক পুরস্কারও দেওয়া হয়েছে এই মহিলা কুস্তিগিরকে। এবার শোনা যাচ্ছে বিনেশ তাঁর ব্র্যান্ড ভ্যালুও বাড়িয়ে দিয়েছেন। ইকনমিকস টাইমসের রিপোর্ট অনুযায়ী আগে বিনেশের ব্র্যান্ড ভ্যালু ছিল ২৫ লক্ষ টাকা। যা এখন শোনা যাচ্ছে বেড়ে হয়েছে ১ কোটি। কিছুদিন আগে নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে নিয়েছিলেন নীরজ চোপড়া ও মনু ভাকের।






















