Bray Wyatt Dies: মাত্র ৩৬ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় ডব্লিউডব্লিউই তারকা ব্রে ওয়াট
Bray Wyatt Dies Update: চলতি বছরেই কোভিড আক্রান্ত হয়েছিলেন ব্রে ওয়াট। দুবার ডব্লিউডব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন। একবার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
ফ্লোরিডা: রিংয়ে প্রতিপক্ষের কপালে চুমু দিয়ে উল্টে আছড়ে ফেলতেন। অল্প সময়েই জনপ্রিয়তা কুড়িয়ে নিয়েছিলেন ডব্লিউডব্লিউইতে (WWE Championship)। কিন্তু ৩৬ বছরেই পথ চলা থামল। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন WWE হেভিওয়েট চ্যাম্পিয়ন ব্রে ওয়াট। আরেক প্রাক্তন ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন তারকা ট্রিপল এইচ নিজের সোশ্য়াল মিডিয়ায় ব্রে ওয়াটের মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, ''আমি এইমাত্র হল অফ ফেমার মাইক রোটুন্ডার থেকে একটি খবর পেয়েছি, যিনি আমাকে উইন্ডাম রোটুন্ডা ওরফে ব্রে ওয়াটের কথা বলেছিলেন। তিনি আজ মারা গিয়েছেন। তাঁর পরিবারের সঙ্গে আমাদের সমবেদনা রয়েছে। আমরা অনুরোধ করছি যে সবাই এই সময়ে তাদের গোপনীয়তাকে সম্মান করবে।''
চলতি বছরেই কোভিড আক্রান্ত হয়েছিলেন ব্রে ওয়াট। দুবার ডব্লিউডব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন। একবার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এছাড়াও ম্য়াট হার্ডির সঙ্গে WWE Raw Tag Team Championship জিতেছিলেন।
ব্রে ওয়াটের মৃত্যুর খবরে প্রাক্তন ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন ডোয়েন জনসন লিখেছেন, ''ব্রে ওয়াটের মৃত্যুর খবরে আমার হৃদয় ভেঙে গিয়েছে। রোটুন্ডা পরিবারের জন্য আমার ভীষণ শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। ওর কাজ, উপস্থিতি এবং রেসলিং জগতের সঙ্গে কানেকশন পছন্দ করতাম। কুল, অন্যরকম চরিত্রের মানুষ ছিলেন। রোটুন্ডা পরিবার এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি অর্জন করুক।''
উল্লেখ্য, ব্রে ওয়াট ২০১২ সালে সামান্থাকে বিয়ে করেছিলেন। দুই মেয়ে রয়েছে তাঁদের। ২০১৭ সালে দু’জনের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর রিংয়ের ঘোষিকা জোজোর সঙ্গে সম্পর্কে জড়ান ওয়াট। গত বছর বাগদান করেছিলেন তাঁরা। এই দম্পতির ২ পুত্রসন্তান রয়েছে।
২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টএর সঙ্গে যুক্ত থাকলেও ২০২৩ এর প্রথম থেকেই শারীরিক অসুস্থতার কারণে WWE-তে গত কয়েক মাস অনিয়মিত ছিলেন ব্রে। অসুস্থতার কারণে রেসলিং রিং তো বটেই টেলিভিশনও দেখতেন না।
ভারতের খেলতে আসছেন নেমার?
এদিকে, অন্য খবরে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সুবাদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেমার , রবার্তো ফির্মিনোরা ভারতে খেলতে আসবেন, এমন সম্ভাবনা ছিলই। সেই সম্ভাবনাই সত্যিই হল। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ 'ডি'-তে নেমারের নতুন ক্লাব আল হিলাল ও ভারতের মুম্বই সিটি এফসি উভয়েই রয়েছে। সেই সূত্রেই আসন্ন মরশুমে ভারতে খেলতে আসবেন ব্রাজিলিয়ান মহাতারকা নেমার।
গত সপ্তাহেই প্যারিস সঁ জরমেঁর থেকে সৌদি আরবের ক্লাব আল হিলালে বিরাট অঙ্কের চুক্তিতে দুই বছরের জন্য সই করেছেন নেমার। তাঁর হালকা চোট থাকায় গত সপ্তাহে তিনি দলের হয়ে মাঠে নামতে পারেননি। তবে নতুন ক্লাবের খেলোয়াড় হিসাবে তাঁকে ওইদিনই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের সামনে আনা হয়। গতকাল থেকেই নতুন ক্লাবের হয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন নেমার। এবার তাঁকে সেই ক্লাবের হয়েই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ভারতে আসতে হবে।