Footballer Mbappe Update: ইউরো থেকে বিদায়ের পর ঝগড়ায় জড়ালেন ফরাসি ফুটবলারদের বাবা-মায়েরা!
সোমবার ইউরো কাপ থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। তবে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত ছিল টানটান উত্তেজনা।

প্যারিস: ইউরো কাপে ফেভারিট হিসাবে শুরু করেছিল। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের দৌড় থেমে গিয়েছে প্রি কোয়ার্টার ফাইনালেই। অভাবনীয়ভাবে। শেষ আটের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে দিয়ে চলতি টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে সুইৎজ়ারল্যান্ড।
এবং সেই হারের পর অভিনব অশান্তি শুরু হয়ে গিয়েছে ফরাসি শিবিরে। ঝগড়ায় জড়িয়েছেন ফুটবলারদের মা-বাবারা! আদ্রিয়েঁ র্যাবয়ের মা কড়া কথা শুনিয়েছেন ফ্রান্স দলের সেরা তারকা তথা বিশ্বকাপ জয়ের নায়ক কিলিয়ান এমবাপের অভিভাবকদের!
৮০ মিনিট পর্যন্ত সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে ৩-১ এগিয়ে থাকার পরেও নির্ধারিত সময়ে দু'গোল হজম করে বসেছিল ফ্রান্স। তারপর টাইব্রেকারে কিলিয়ান এমবাপে গোল করতে না পারায় ইউরো থেকে বিদায় নিয়েছে দিদিয়ে দেশঁর দল।
সেদিন গ্যালারিতে বসেই খেলা দেখছিলেন আদ্রিয়েঁর মা ভেরোনিক। সূত্রের খবর, প্রথমে তিনি আক্রমণ করেন পল পোগবার মাকে। সুইৎজ়ারল্যান্ড দু'গোল পরিশোধ করে দিতেই তিনি বলেন, কীভাবে মাঝমাঠের রাশ হারালেন পোগবা। এরপর এমবাপে পেনাল্টি শ্যুট আউট ফস্কাতেই ফের রাগে ফেটে পড়েন ভেরোনিক। শোনা গিয়েছে, এমবাপের বাবাকে তিনি বলেন, ছেলেকে সহবত শেখান, ঔদ্ধত্য কমাতে বলুন। যা শুনে পাল্টা আক্রমণ করেন এমবাপের মা ফায়জ়া লামারি। তিনি ঝাঁঝিয়ে উঠে তিনিও পাল্টা দু-চার কথা শুনিয়ে দেন বলেই খবর।
সোমবার ইউরো কাপ থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। তবে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। সেখানে পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপে। আর সেই সঙ্গে সুইৎজ়ারল্যান্ডের কোয়ার্টার ফাইনালের রাস্তা নিশ্চিত হয়ে গিয়েছে। ম্যাচের ফলাফল সুইৎজ়ারল্যান্ড - ৩ (৫) এবং ফ্রান্স - ৩ (৪)। ইউরোর কোয়ার্টার ফাইনালে সুইৎজ়ারল্যান্ডকে খেলতে হবে স্প্যানিশ ব্রিগেডের বিরুদ্ধে। আগামী ২ জুলাই এই দুটো দল একে অপরের মুখোমুখি হবে।
কোয়ার্টার ফাইনালের সূচি
২ জুলাই স্পেন বনাম সুইৎজ়ারল্যান্ড রাত ৯.৩০
বেলজিয়াম বনাম ইতালি রাত ১২.৩০
৩ জুলাই ডেনমার্ক বনাম চেক প্রজাতন্ত্র রাত ৯.৩০
ইউক্রেন বনাম ইংল্যান্ড রাত ১২.৩০






















