এক্সপ্লোর
Advertisement
জাতীয় সঙ্গীতের জন্য ৫২ সেকেন্ড দাঁড়ানো কি কঠিন? কটাক্ষ গম্ভীরের
নয়াদিল্লি: সিনেমা হলে জাতীয় সঙ্গীতের সময় দাঁড়ানো বাধ্যতামূলক থাকবে কি না, এই বিতর্কে এবার যোগ দিলেন ভারতের ক্রিকেটার গৌতম গম্ভীর। জাতীয় সঙ্গীতের সময় দাঁড়ানোর পক্ষে সওয়াল করে তাঁর ট্যুইট, ‘ক্লাবের বাইরে ২০ মিনিট দাঁড়ানো যায়, প্রিয় রেস্তোরাঁর বাইরে ৩০ মিনিট দাঁড়ানো যায়, কিন্তু জাতীয় সঙ্গীতের জন্য ৫২ সেকেন্ড দাঁড়ানো কঠিন?’
এর আগেও একাধিকবার দেশপ্রেম ও জাতীয়তাবাদের পক্ষে সওয়াল করেছেন গম্ভীর। তিনি কিছুদিন আগেই বলেন, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস বা গাঁধী জয়ন্তীর মতো বাছাই করা কয়েকটি দিনের বদলে দেশবাসীর সারা বছরই দেশাত্মবোধের পরিচয় দেওয়া উচিত। এবার জাতীয় সঙ্গীত নিয়েও মুখ খুললেন এই ব্যাটসম্যান। তিনি সমাজসেবার কাজেও এগিয়ে এসেছেন। গত মাসেই পশ্চিম দিল্লিতে বিনামূল্যে লঙ্গরখানা খুলেছে গম্ভীরের ফাউন্ডেশন।
গায়ক সোনু নিগমও সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে বিতর্কে যোগ দিয়েছেন। তাঁর বক্তব্য, রেস্তোরাঁ বা সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো ঠিক নয়। তবে যে কোনও জায়গায় জাতীয় সঙ্গীত বাজলেই তিনি উঠে দাঁড়াবেন। শুধু ভারতেরই নয়, অন্য দেশের জাতীয় সঙ্গীতের প্রতিও তাঁর সমান শ্রদ্ধা আছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement