Gautam Gambhir : গত ১৬ মাসে ৩ টেস্ট সিরিজে পরাজয়, গম্ভীর কি আর কোচ থাকবেন ? যা জানাল বোর্ড সূত্র
Team India: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনিশ্চিত অবস্থানে পৌঁছে গেছে ভারত।

টেস্টে বিপর্যয়। প্রথমে, গত মরসুমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ০-২ ব্যবধানে লজ্জার হার হয়েছে ভারতের। দেশের মাটিতে বিগত সময়ে ভারত যেভাবে দাপট দেখিয়ে টেস্ট জিতেছে, সেই আধিপত্য তীব্র ধাক্কা খেয়েছে। শেষ ১৬ মাসে গম্ভীরের জমানায় ভারত ইতিমধ্যেই তিনটি টেস্ট সিরিজ হেরে বসে আছে। একের পর এক পরাজয়ের জেরে হেড কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, ক্রিকেটের তিন ফর্ম্যাটেই দায়িত্ব বহাল থাকছেন গম্ভীর। কোনও পরিবর্তন হবে না বলে BCCI-এর একটি সূত্র জানিয়ে দিয়েছে। ওই সূত্রের কথায়, "তিন ফর্ম্যাটেই হেড কোচ থাকবেন উনি (গৌতম গম্ভীর)। অন্য কোনও সিদ্ধান্তের কথা ভাবা হচ্ছে না।"
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনিশ্চিত অবস্থানে পৌঁছে গেছে ভারত। গত বছর নিউজিল্যান্ডের কাছে হারের পর খারাপভাবে পিছিয়ে পড়ার পর, বর্তমান ধাক্কা আবারও WTC ফাইনালের আশা ঝুলিয়ে দিয়েছে। কোচ গম্ভীরের জমানায় ঘরের মাঠে এনিয়ে দ্বিতীয়বার হোয়াইটওয়াশ হল টিম ইন্ডিয়া। সব মিলিয়ে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে এটা ভারতের তৃতীয় হোয়াইটওয়াশ। টেস্ট ক্রিকেটে ভারত ঘরের মাঠে তিনবার চুনকাম হয়েছে। ২০০০ সালে, দক্ষিণ আফ্রিকাই প্রথমবার ভারতকে দেশের মাটিতে হোয়াইটওয়াশ করেছিল। ০-২ ব্যবধানে জিতেছিল প্রোটিয়ারা। গত বছর ৩-০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড।
এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পর গৌতম গম্ভীর বলছেন, "মানুষ খুব দ্রুত সবকিছু ভুলে যান। আমিই সেই মানুষ, যার কোচিংয়ে ইংল্যান্ডের মাটিতে তরুণ একটা দল নিয়েও সিরিজ ড্র করেছিল টিম ইন্ডিয়া। আপনারা সবাই নিউজিল্যান্ড সিরিজ নিয়েই কথা বলেন। কিন্তু আমিই সেই মানুষ, যার কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপও জিতেছে দল। আমি আগেও বলেছি এই দলটা অনভিজ্ঞ। তাঁদের তৈরি হতে আরো সময় লাগবে। কিন্তু দ্রুত এই দল ঘুরে দাঁড়াবে। টেস্ট ক্রিকেটকে আরও বেশি করে গুরুত্ব দিতে শুরু করতে হবে। সবাইকে সেক্ষেত্রে এর দায় নিতে হবে। সংগঠিত প্রচেষ্টার মাধ্যমেই সাফল্য আসে। সর্বদা শুধু নজরকাড়া এবং প্রতিভাবান ক্রিকেটারের প্রয়োজন পড়ে না টেস্ট ক্রিকেটে। কম প্রতিভাবান তবে দৃঢ় চরিত্রের ক্রিকেটার হলেই চলবে।'' Gautam Gambhir's Future as Head Coach






















