এক্সপ্লোর
টিম ইন্ডিয়ায় সুযোগ না পেয়ে ‘অভিমানী’ গম্ভীর

নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের জন্য গতকালই ভারতীয় দল বাছাই করা হয়েছে। ঘরের মাঠে মোট ১৩ টেস্টের আগে গতকালই দল বাছাইয়ের প্রথম বৈঠকটি হয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে ওপেনার গৌতম গম্ভীরের প্রত্যাবর্তনের একটা সম্ভাবনা ছিল। কিন্তু তাঁকে দলে সামিল করা হয়নি। দলে সুযোগ না পাওয়ায় গম্ভীর ট্যুইটার মারফত তাঁর অভিমান উগরে দিয়েছেন। তাঁর ট্যুইট, ‘আমি হতাশ কিন্তু হেরে যাইনি। আমি কোণঠাসা কিন্তু ভীতু নই। ধৈর্য্য আমার সঙ্গী, সাহস আমার গর্ব, যার জন্য আমি অবশ্যই লড়াই করব... লড়াই করব’। যদিও গম্ভীর তাঁর ট্যুইটে দল নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করেননি। উল্লেখ্য, গতকাল যখন দল নির্বাচন চলছিল, তখন গম্ভীর দলীপ ট্রফির ফাইনাল ম্যাচ খেলছিলেন। আর ওই ম্যাচে টিম ইন্ডিয়ার দুই সদস্য রোহিত শর্মা ও শিখর ধবনের পারফরম্যান্স একেবারেই বলার মতো নয়। যদিও গম্ভীর রয়েছেন দুরন্ত ফর্মে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন তিনি। দলীপ ট্রফিতেও দারুন ছন্দে তিনি। দুটি ইনিংসে ৯০ ও ৯৪ রান করেছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















