T20 WC 2021 Update: বিরাটের টি-টোয়েন্টি ফর্ম্যাটে নেতৃত্ব ছাড়া নিয়ে কী বলছেন গাভাসকর, আক্রম
T20 WC 2021 Update: ভারতীয় দলের অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত কোনও আইসিসি ট্রফি ঝুলিতে পুরতে পারেননি। এই বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেবেন।
দুবাই: অধিনায়ক হিসেবে জীবনের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিঃসন্দেহে এই টুর্নামেন্ট জিততে চাইবেন বিরাট কোহলি। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত কোনও আইসিসি ট্রফি ঝুলিতে পুরতে পারেননি। এই বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেবেন। এক সাক্ষাৎকারে বিরাটের নেতৃত্ব ছাড়ার ইস্যু নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর ও ওয়াসিম আক্রম।
কিংবদন্তি ভারতীয় ওপেনার গাভাসকর বলেন, 'আমার মনে হয় ওঁ মনে করেছে যে এই চাপটা এখন অন্য কাউকে দিয়ে ওঁ যাতে খোলা মনে ব্যাট করতে পারে। তাতে আমার মনে হয় ওঁ নিজের ছন্দও ফিরে পাবে। আর পুরোনো ফর্মে ফিরলে বিরাটকে কেউ থামাতে পারবে বলেও আমার মনে হয় না।' লিটল মাস্টার আরও বলেন, 'অধিনায়ক থাকলে নিজের ব্যাটিং ও বোলিং ছাড়াও দলের বাকিদেরও উদ্বুদ্ধ করার একটা বিষয় কাজ করে। কিন্তু নেতৃত্বের চাপ মাথায় না থাকলে আমার মনে হয় এই জিনিসটা করতে হয় না। শুধু নিজের ব্যাটিং ও বোলিংয়ের দিকে মনোনিবেশ করলেই হয়। যা একদিকে ভাল। বিরাটের ক্ষেত্রেও সেক্ষেত্রে ভাল হবে বলেই মনে করি আমি।'
তবে বিরাটের নেতৃত্ব ছাড়ার বিষয়টি অবাক করেছে ওয়াসিম আক্রমকে। তিনি বলেন, “বিরাট কোহলির টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার খবরে খুবই অবাক হয়েছি। আমার মতে, এই পরিস্থিতিতে তিনটে ফর্ম্যাটে খেলাটাই অনেক কঠিন। আইপিএল হল চতুর্থ ফর্ম্যাট। আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটের মতোই চাপ থাকে। দলের হয়ে ক্রিকেট খেলা আরও কঠিন। কারণ এখানে জবাবদিহি করতে হয়।''
আগামী রবিবার ভারত- পাকিস্তান মুখোমুখি বিশ্বকাপে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ২ দল কুড়ির ওভারের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল। ডারবানে হওয়া বিশ্বকাপের গ্রুপ লিগে ভারত-পাকিস্তান প্রথম ম্যাচটি যদিও টাই হয়েছিল। বোল আউটে সেই ম্যাচে ৩-০ তে জয় পেয়েছিল ভারত। এরপর টুর্নামেন্টের ফাইনালেও ২ দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে শেষ ওভারে জিতে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় টিম ইন্ডিয়া। এরপরও একাধিক বার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ২ দল আমনে-সামনে হয়েছে।