IND VS ENG: কাল শুরু পঞ্চম টেস্ট, ম্যাঞ্চেস্টারে এই ভারতীয় বোলারকে একাদশে দেখতে চান গাওস্কর
IND VS ENG: চতুর্থ টেস্টে হালকা চোটের জন্য একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন শামি ও ইশান্ত। তাঁদের বদলে দলে সুযোগ পেয়েছিলেন শার্দুল ও উমেশ। ২ জনই দারুণ পারফর্ম করেছেন।
মুম্বই: ইংল্য়ান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের আগে দলে পরিবর্তনের আওয়াজ তুললেন সুনীল গাওস্কর। ওভাল টেস্টে ১৫৭ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল। সেই ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। আগামীকাল থেকে শুরু সিরিজের পঞ্চম টেস্ট। ওল্ড ট্র্যাফোর্ডে হওয়া সেই ম্যাচে ভারতীয় একাদশে মহম্মদ শামিকে দেখতে চান লিটল মাস্টার। চতুর্থ টেস্টে হালকা চোটের জন্য একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন শামি ও ইশান্ত। তাঁদের বদলে দলে সুযোগ পেয়েছিলেন শার্দুল ও উমেশ। ২ জনই দারুণ পারফর্ম করেছেন। শার্দুল তো ব্যাটে বলে কাঁপিয়ে দিয়েছেন ওভাল। সেক্ষেত্রে শামি, ইশান্তের মধ্যে কে ফের জাতীয় দলে ঢুকবেন, তা নিয়েই প্রশ্ন।
গাওস্কর এক সাক্ষাৎকারে বলেন, 'আমার মনে হয় ওল্ড ট্র্যাফোর্ডে ভারতীয় একাদশে জায়গা পাওয়া উচিত মহম্মদ শামির। এই নিয়ে কোনও প্রশ্নই ওঠা উচিত নয়। কিন্তু প্রশ্ন হল যে তাহলে কি শামি সিরাজের জায়গায় ঢুকতে পারে। শেষ ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র সিরাজকেই একটু ছন্দে মনে হয়নি। তাই শুধুমাত্র তাঁর জায়গাতেই শামি ঢুকে যেতে পারে। কিন্তু নিঃসন্দেহে শামির দলে ঢোকা উচিত।'
চলতি সিরিজে পরপর ৪ ম্যাচেই খেলেছেন বুমরা। ওয়ার্কলোডের কথা ভেবে কানাঘুষো শোনা যাচ্ছে যে শেষ টেস্টে বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। ঠিক যেমন ইংল্যান্ড শিবির ভাবনা চিন্তা করছে অ্যান্ডারসনকে তাঁরা বিশ্রাম দিতে পারে। কিন্তু গাওস্কর মনে করেন যে সিরিজ এখনও যেহেতু জেতেনি ভারত, তার জন্য বুমরাকে বিশ্রাম দেওয়া উচিত নয়। তিনি বলেন, 'আমরা এখনও সিরিজ জিতিনি। যদি এই সময় সিরিজে ভারত ২-০ ব্য়বধানে এগিয়ে থাকত, তবে বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা ভাব যেত। কিন্তু যেহেতু এখনও আমরা সিরিজ জিতিনি, তাই বুমরাকে অবশ্যই খেলানো উচিত পঞ্চম টেস্টেও।' উল্লেখ্য, ১৯৭১ সালের পর ওভালে ফের টেস্টে জয় পেয়েছে ভারতীয় দল। শেষ ম্যাচে শতরানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। তিনিই ম্যাচের সেরা হয়েছিলেন।