Most-Searched Athlete in Pakistan : ২০২৫-এ পাকিস্তানে 'মোস্ট সার্চড' অ্যাথলিট একজন ভারতীয় ! বিরাট-রোহিত বা বুমরা নন, রয়েছেন এই তরুণ প্রতিভা
Abhishek Sharma : ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে একপ্রকার শোরগোল ফেলে দিয়েছেন অভিষেক। ২০২৫ এশিয়া কাপেও তিনি সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন।

শেষ হতে চলেছে ২০২৫। পরবর্তী সময়ে এই বছরটা নিয়ে যখন কেউ পিছন ফিরে তাকাবে, তখন নানা স্মৃতি সামনে আসবে। সেরকমই একটি হল, গুগলে কাদের নিয়ে সবথেকে বেশি খোঁজখবর চলেছে এই বছরে সেই তথ্য। এই প্যারামিটার অন্যতম একটি বিষয়। আর এনিয়ে ভারতের জন্য একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে। ২০২৫-এ পাকিস্তানে সবথেকে বেশি যে অ্যাথলিটকে নিয়ে খোঁজখবর হয়েছে, তিনি একজন ভারতীয়! এমনকী শীর্ষ পাঁচ বাছাইয়ের তালিকায় নেই বাবর আজম, শাহিন আফ্রিদি বা মহম্মদ রিজওয়ানরা। পরিবর্তে হাসান নওয়াজ, ইরফান খান নিয়াজি, সাহিবজাদা ফারহান ও মহম্মদ আব্বাসের মতো তরুণদের নাম শীর্ষ পাঁচ বাছাইয়ের তালিকায় রয়েছে। কিন্তু, এ বছর পাকিস্তানে মোস্ট সার্চড ক্রিকেটার ভারতের অভিষেক শর্মা। বিশ্বের ১ নম্বর টি২০ ব্যাটারও।
ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে একপ্রকার শোরগোল ফেলে দিয়েছেন অভিষেক। ২০২৫ এশিয়া কাপেও তিনি সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন। ২০০ স্ট্রাইক রেটে তাঁর সংগৃহীত রান ছিল ৩১৪। এমনকী এশিয়া কাপের সুপার ফোর স্টেজে পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ বলে ৭৪ রান তোলেন তিনি। এবছর ১৭টি টি২০ ম্যাচে অভিষেক ৭৫৬ রান করেছেন। গড় ৪৭.২৫। এরমধ্যে একটি শতরানও রয়েছে।
এশিয়া কাপে ব্যাট হাতে রীতিমতো শাসন করেছিলেন অভিষেক। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন। সেই সুবাদেই আইসিসির বিচারে সেপ্টেম্বরের সেরা পুরুষ ক্রিকেটার (ICC Played Of Month) নির্বাচিত হয়েছিলেন ভারতের অভিষেক (Abhishek Sharma)। ফাইনালে তাঁর ব্যাট না চললেও, গোটা এশিয়া কাপ টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকভাবে দুরন্ত ব্যাটিং করেন তিনি। শুধু যে নির্ভীকভাবে ব্যাটিং করেন তা-ই নয়, প্রতি ম্যাচই রান করে ভারতকে ব্যাট হাতে ভাল জায়গায় পৌঁছেও দেন।
সানরাইজার্স হায়দরাবাদের দলে অভিষেককে খুব কাছ থেকে দেখেছেন দক্ষিণ আফ্রিকার টি২০ দলের অধিনায়ক এইডেন মাক্রাম। ২৫ বছরের এই বাঁহাতির ব্যাটারের প্রতি সম্মান প্রদর্শনে কোনও কুণ্ঠা করেননি তিনি। বলেন, "সানরাইজার্সে এর আগে অভির সঙ্গে খেলেছি। অসাধারণ ছেলে এবং সত্যিই খুব ভাল ব্যাট করেন। কাজেই কোনও সন্দেহ নেই, ওঁর উইকেটটা আমাদের কাছে বড় উইকেট।" ভারত-দক্ষিণ আফ্রিকা ৫ ম্যাচের টি২০ সিরিজ শুরুর আগে এই মন্তব্য করেন মাক্রাম।
তিনি বলেন, "যেই নতুন বলটা নেবে, ওঁকে তাড়াতাড়ি নেওয়াটা একটা চ্যালেঞ্জ। উনি একজন ম্যাচ-উইনার এবং এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ উইকেট।"






















