এক্সপ্লোর
বৃষ্টিতে পণ্ড ম্যাচে গোপালের হ্যাটট্রিক, প্লে-অফের দৌড় থেকে বিদায় বিরাটদের
৩.২ ওভারে রাজস্থানের স্কোর যখন ৪১/১, ১০ বলে রাজস্থানের প্রয়োজন আর ২৩ রান, তখনই ফের বৃষ্টি নামে। ম্যাচ আর শুরু করা যায়নি। পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়

বেঙ্গালুরু: জটিল অঙ্কের হিসেবনিকেশে ক্ষীণ যে সম্ভাবনা বেঁচেছিল, তা-ও নির্মূল হয়ে গেল। আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকেই গেল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রাজস্থান রয়্যালসের সঙ্গে তাদের ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। ১৩ ম্যাচ খেলে ৯ পয়েন্টে আটকে রইলেন বিরাটরা। তবে প্লে-অফের দৌড়ে এখনও টিকে রইল রাজস্থান। ১৩ ম্যাচে তাদের প্রাপ্ত পয়েন্ট ১১। অঙ্ক কঠিন হলেও, শেষ ম্যাচ জিতলে একটা সুযোগ থাকবে অজিঙ্ক রাহানেদের সামনে। মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শিরোনামে অবশ্য উঠে এলেন রাজস্থান রয়্যালসের লেগস্পিনার শ্রেয়স গোপাল। হ্যাটট্রিক করলেন তিনি। তাঁর শিকারের তালিকায় কারা? বিরাট কোহলি। এ বি ডিভিলিয়ার্স। মার্কাস স্টোইনিস। চলতি আইপিএলে এটা দ্বিতীয় হ্যাটট্রিক। চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টির জন্য ম্যাচের ওভার সংখ্যা কমে দাঁড়ায় পাঁচে। সাড়ে তিন ঘণ্টা সময় নষ্ট হয়। প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ৬২ রান তোলে আরসিবি। প্রথম বল থেকেই ঝড় তোলেন বিরাট। মাত্র ৭ বলে তিনি করেন ২৫ রান। বরুণ অ্যারনকে পরপর দুটি ছক্কা মারেন। ডিভিলিয়ার্সও ছিলেন মারমুখী মেজাজে। অ্যারনের প্রথম ওভারেই ওঠে ২৩ রান। তারপরই রাজস্থানকে ম্যাচে ফেরান গোপাল। পরপর তিন বলে তুলে নেন বিরাট, এ বি ও স্টোইনিসকে। ৬২/৭ এ আটকে যায় আরসিবি।
রান তাড়া করতে নেমে ঝোড়ো শুরু করেছিল রাজস্থানও। সঞ্জু স্যামসন ১৩ বলে ২৮ রান করেন। ৩.২ ওভারে রাজস্থানের স্কোর যখন ৪১/১, ১০ বলে রাজস্থানের প্রয়োজন আর ২৩ রান, তখনই ফের বৃষ্টি নামে। ম্যাচ আর শুরু করা যায়নি। পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়।Shreyas Gopal's Hat-trick heroics https://t.co/j1qZXZ1nVX
— Aakash Biswas (@aami_aakash) April 30, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















