এক্সপ্লোর
Advertisement
ঘাড়ে চোট পেয়ে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন স্মিথ
আইসিসি-র নতুন নিয়মে স্মিথের পরিবর্তে খেলছেন মার্নাস লাবুশানে
লর্ডস: ঘাড়ে চোট পেয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকেই গেলেন স্টিভ স্মিথ। শনিবার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারের বাউন্সারে ঘাড়ে চোট পান স্মিথ। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তাঁকে আর মাঠে নামানো হয়নি। চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। আইসিসির নতুন নিয়ম অনুসারে মাথায় বা ঘাড়ে চোট পেয়ে কোনও ক্রিকেটার না খেলতে পারলে, তাঁর পরিবর্তে অন্য প্লেয়ারকে খেলানো যাবে। তবে সেক্ষেত্রে ম্যাচ রেফারির অনুমোদনের প্রয়োজন। স্মিথকে ডাক্তারদের পর্যবেক্ষণে রাখার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই টেস্টে তিনি আর খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে মার্নাস লাবুশানেকে খেলানো হবে। এই বিষয়ে ম্যাচ রেফারির অনুমোদনও পাওয়া গিয়েছে।
দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ব্যক্তিগত ৮০ রানে ব্যাট করার সময় আর্চারের বাউন্সারে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন স্মিথ। কয়েক মুহূর্তের জন্য লর্ডসে সেই অভিশপ্ত ফিল হিউজের ঘটনার স্মৃতি ফিরে এসেছিল। সঙ্গে সঙ্গে ফিজিও এসে স্মিথের শুশ্রূষা শুরু করেন, তারপর তাঁকে মাঠের বাইরে নিয়ে যান। পরে অবশ্য স্মিথ ব্যাট করতে নেমেছিলেন। ৯২ রান করে আউট হন তিনি।
রবিবার স্মিথ বলেন, ‘শরীরে অ্যাড্রেনালিনের পরিমাণ কমে যাওয়ার পর থেকেই একটা মাথার যন্ত্রণা শুরু হয়। রাতে ভাল ঘুম হয়েছিল। তবে সকালে উঠে মাথার যন্ত্রণা আর ঝিমুনি ভাব টের পাই। দুর্ভাগ্যবশত এই টেস্টে আর খেলতে পারব না।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement