প্রায় ৩৪ হাজার টাকার ইলেকট্রিসিটি বিল! পুরো মহল্লারটাই আমায় পাঠিয়েছেন? ক্ষুব্ধ হরভজনের কটাক্ষ
কোভিড আবহে ইলেকট্রিসিটি বিলের ব্যাপারে উষ্মা প্রকাশ করেছেন অনেক সেলিব্রিটিই।

নয়াদিল্লি: ‘পুরো পাড়ার বিলটাই আমায় পাঠিয়েছেন নাকি?’ ৩৩ হাজার ৯০০ টাকার ইলেকট্রিসিটি বিল হাতে পেয়ে এমনই প্রতিক্রিয়া জানালেন হরভজন সিংহ। ভারতের অন্যতম সফল স্পিনারের বক্তব্য, তাঁর বাড়িতে সাধারণত যা ইলেকট্রিসিটি বিল আসে তার প্রায় সাত গুণ বিল এসেছে। ইলেকট্রিসিটি বিল এবং সঙ্গে নিজের মন্তব্য ট্যুইট করে হরভজন ক্ষোভ উগরে দিয়েছেন আদানি ইলেকট্রিসিটির বিরুদ্ধে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দিনই দূরে সরে গিয়েছেন হরভজন। সেই ২০১৬ সালে তিনি দুবাইয়ে শেষবার জাতীয় দলের হয়ে খেলেন। চলতি বছরের গোড়ার দিকে চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর জন্য প্র্যাকটিস করছিলেন ভাজ্জি। কিন্তু লকডাউনের পর থেকে বাড়িতেই সময় কাটাচ্ছিলেন কন্যা এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে। মাঝেমধ্যে ইনস্টাগ্রামে লাইভ সেশন করছিলেন ক্রিকেটের পুরনো বন্ধুদের সঙ্গে। ভয়ানক বেশি বিদ্যুত্ বিলটি এর মধ্যে এসে মেজাজের ছন্দপতন ঘটিয়েছে সিএসকে ক্রিকেট তারকার। খানিকটা বক্রোক্তি করেই তিনি আদানি ইলেকট্রিসিটির কাছে জানতে চেয়েছেন যে তারা কি গোটা মহল্লার ইলেকট্রিক বিলই তাকে পাঠিয়ে দিয়েছে!
উল্লেখ্য, কোভিড আবহে ইলেকট্রিসিটি বিলের ব্যাপারে উষ্মা প্রকাশ করেছেন অনেক সেলিব্রিটিই। আদানি ইলেকট্রিসিটির বিরুদ্ধে হরভজনের আগেই মুখ খুলেছেন আরশাদ ওয়ারজি, তাপসী পান্নু প্রমুখ। আবার কলকাতায়ও সিইএসসি-র বিরুদ্ধে সরব হয়েছেন বিশিষ্ট মানুষজন।






















