এক্সপ্লোর
Advertisement
ক্রিকেটাররা আগে ভারতীয়, ধর্ম অবান্তর বিষয়! প্রাক্তন পুলিশকর্তাকে পাল্টা ট্যুইট হরভজনের
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট টিমের সঙ্গে ধর্মীয় ইস্যু জুড়ে প্রাক্তন পুলিশকর্তা সঞ্জীব ভট্টের মন্তব্যে তীব্র অসন্তোষ হরভজন সিংহের। ভারতীয় দলে কজন মুসলিম ক্রিকেটার আছেন, প্রশ্ন তুলেছেন প্রাক্তন পুলিশকর্তাটি। ক্ষুব্ধ হরভজনের জবাব, ক্রিকেটাররা আগে ভারতীয়, ধর্ম এখানে অপ্রাসঙ্গিক, অবান্তর বিষয়!
গুজরাতের ওই প্রাক্তন পুলিশ অফিসার সোস্যাল মিডিয়ায় হিন্দিতে এক পোস্টে লিখেছেন, এখন ভারতীয় ক্রিকেট দলে কি কোনও মুসলিম আছে? ভারতীয় টিমে একজনও মুসলিম ক্রিকেটার নেই, স্বাধীনতার পর কতবার এমন হয়েছে? তবে কি মুসলিমরা ক্রিকেট খেলাই ছেড়ে দিয়েছে নাকি নির্বাচকরা অন্য কোনও খেলার নিয়ম অনুসরণ করছেন?
हिंदू मुस्लिम सिख ईसाई आपस में है भाई। क्रिकेट टीम में खेलने वाला हर खिलाड़ी हिंदुस्तानी है उसकी जात या रंग की बात नहीं होनी चाहिए (जय भारत) https://t.co/UVvSHaLJdY
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 23, 2017
क्या इस समय भारतीय क्रिकेट टीम में कोई मुस्लिम खिलाड़ी है ?
आज़ादी से आज तक ऐसा कितनी बार हुआ कि भारत की क्रिकेट... https://t.co/Nb6ufi71qX
— Sanjiv Bhatt (IPS) (@sanjivbhatt) October 22, 2017
ঘটনা হল, ভট্ট যখন প্রশ্নটি তুলেছেন, প্রায় একই সময়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দলে রাখা হয়েছে দুই মুসলিমকে। মহম্মদ সামি ও নবাগত মহম্মদ সিরাজ।
হায়দরাবাদের অটোচালকের ছেলে সিরাজ। ২০১৫-১৬ বছরের রনজি ট্রফিতে হায়দরাবাদের হয়ে ৪১টি উইকেট পেয়ে দ্রুত উত্থান হয়েছে তাঁর। আইপিএলের দশম সংস্করণে তাঁকে ২.৬ কোটি টাকায় কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর সামিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচে না নেওয়া হলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে রাখা হয়েছে।
কিন্তু ভাজ্জি ধর্মের বিষয়টি ভেবে দেখারই পুরো বিরোধী। ভট্টের পোস্টের পাল্টা ট্যুইট করে তিনি জানিয়েছেন, দেশের ক্রিকেট দলের হয়ে যে-ই খেলে, সে শুধুই ভারতীয়, তার ধর্ম কী, সে কোন জাতের, এসব নিয়ে আলোচনাই হওয়া উচিত নয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement