এক্সপ্লোর
হাতে এক কোটি দশ লক্ষ টাকা দামের ঘড়ি, তাক লাগালেন হার্দিক
চোট সারিয়ে মাঠে ফেরার অপেক্ষা করছেন হার্দিক। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাঁকে পেতে মরিয়া টিম ম্যানেজমেন্টও।
![হাতে এক কোটি দশ লক্ষ টাকা দামের ঘড়ি, তাক লাগালেন হার্দিক Hardik Pandya flaunts his latest watch worth approximately INR 1 crore হাতে এক কোটি দশ লক্ষ টাকা দামের ঘড়ি, তাক লাগালেন হার্দিক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/01/24162403/Hardik.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ক্রিকেট-যাত্রা শুরু করার দিনগুলো তাঁর কাছে মসৃণ ছিল না। লড়তে হয়েছিল দারিদ্র্যের সঙ্গে। বাবা হৃদরোগে আক্রান্ত হওয়ার পর একসময় কিরণ মোরের অ্যাকাডেমিতে প্র্যাক্টিসের ফাঁকে দাদা ক্রুণালের সঙ্গে এক বাটি ম্যাগি ভাগ করে খেতেন। যে কারণে তাঁদের নামই হয়ে গিয়েছিল ম্যাগি ব্রাদার্স।
জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলার পর অবশ্য জীবন বদলেছে হার্দিক পাণ্ড্যর। ব্র্যান্ডেড পোশাক, দামি গাড়ি, বিলাসবহুল জীবন এখন বঢোদরার অলরাউন্ডারের রোজনামচার সঙ্গে জুড়ে।
এবার সেই তালিকায় যোগ হল চোখধাঁধানো হাতঘড়ি। কোমরের অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবিলিটেশন চলছে হার্দিকের। এর মধ্যেই মুম্বই বিমানবন্দরে হার্দিককে দেখা গেল পাতেক ফিলিপ নটিলাস হাতঘড়ি পরে। যে ঘড়ির দাম ১ লক্ষ ২০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৫ লক্ষ টাকা। ভারতে এই ঘড়ি কিনতে কর বাবদ খরচ হয় আরও প্রায় ২৫ লক্ষ টাকা। সব মিলিয়ে তাই ঘড়িটির দাম পড়ে ১ কোটি ১০ লক্ষ টাকা।
চোট সারিয়ে মাঠে ফেরার অপেক্ষা করছেন হার্দিক। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাঁকে পেতে মরিয়া টিম ম্যানেজমেন্টও।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)