Mumbai Indians: বছর ঘুরতেই কি হার্দিকের মুম্বই সফর শেষ? আগামী আইপিএলে নেতৃত্বের দৌড়ে এগিয়ে সূর্য
IPL 2025: একমাস পরে হঠাৎই পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে ছাঁটাই করে হার্দিককে মুম্বইয়ের অধিনায়ক নির্বাচিত করা হয়। যদিও সাফল্য পাননি।
মুম্বই: গত আইপিএলের (IPL 2025) আগে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) প্রত্যাবর্তন থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হয়ে যাওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। রোহিত শর্মার (Rohit Sharma) মত প্লেয়ারের থেকে নেতৃত্ব ছিনিয়ে নেওয়া হয়েছিল। গোটা দেশের কাছে একপ্রকার 'ভিলেন' হয়ে গিয়েছিলেন বঢোদরার অলরাউন্ডার। কিন্তু এবার সূত্রের খবর, মুম্বই ফ্র্যাঞ্চাইজি আসন্ন নিলামের আগে হার্দিককে ছেড়ে দিতে পারে। কানাঘুষো শোনা যাচ্ছে আগামী আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবকে ভাবছে ফ্র্যাঞ্চাইজি। তবে এখনও অফিশিয়াল কোনও বিবৃতি দেওয়া হয়নি।
গত বছর ওয়ান ডে বিশ্বকাপের পরই গুজরাত টাইটান্স থেকে মোটা অঙ্কের চুক্তিতে মুম্বই শিবিরে যোগ দিয়েছিলেন হার্দিক। একমাস পরে হঠাৎই পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে ছাঁটাই করে হার্দিককে মুম্বইয়ের অধিনায়ক নির্বাচিত করা হয়। যদিও নিজে অধিনায়ক হিসেবে একেবারেই মুম্বইকে সাফল্য এনে দিতে পারেননি হার্দিক। এমনকী নিজের পারফরম্য়ান্স তো একেবারেই খারাপ ছিল। মুম্বই হার্দিকের নেতৃত্বে গত আইপিএলে ১৪ ম্য়াচের মধ্যে ৪টি ম্য়াচই একমাত্র জিততে পারে। এরই মধ্যে হার্দিকের ব্যক্তিগত জীবনেও ঝড় উঠেছিল। কিছুদিন আগেই নিজের সোশ্য়াল মিডিয়ায় নাতাশার সঙ্গে ডিভোর্সের খবর প্রকাশ্যে এনেছিলেন তারকা অলরাউন্ডার। যদিও গত টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজের পারফরম্য়ান্স প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন হার্দিক। তবে এবার শোনা যাচ্ছে হার্দিককে ছেড়ে দিতে পারে মুম্বই শিবির।
কিছুদিন আগে নাতাশার সঙ্গে ডিভোর্সের খবর পোস্ট করে হার্দিক লেখেন, ''চার বছর একসঙ্গে থাকার পর, নাতাশা ও আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। সম্পর্কটা বাঁচিয়ে রাখার জন্য আমরা সেরা প্রয়াস করেছিলাম, নিজেদের সর্বস্ব দিয়েছিলাম। এবং আমরা দুজনই মনে করি যে এই সিদ্ধান্ত উভয়ের জন্যই ভাল। দুজনের জন্যই এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। বিশেষ করে যে আনন্দ, পারস্পরিক সম্মান এবং একে অপরের সঙ্গ উপভোগ করেছি। একসঙ্গে দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি। একটা পরিবার হয়ে উঠেছিলাম।''
হার্দিক নয়, জাতীয় টি-২০ দলের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। যে সিদ্ধান্ত অনেককে অবাক করেছে। কারণ, টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সহ অধিনায়ক ছিলেন হার্দিক। রোহিতের টি-২০ থেকে অবসরের পর হার্দিকই ভারতের টি-২০ অধিনায়ক হবেন, ধরেই নিয়েছিলেন সকলে। কিন্তু তা হয়নি। এবার আইপিএলেও মুম্বইয়ের নেতৃত্ব হয়ত হারাতে চলেছেন হার্দিক।