এক্সপ্লোর
হাতে নতুন ‘সিংহ’ ট্যাটু হার্দিকের, ছবি সাড়া ফেলল ইন্টারনেটে
বিশ্বকাপের পর কিছুদিন খেলা থেকে বিরতি নিয়েছেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ড্য। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে নেই তিনি। তাঁর ট্যাটু-প্রীতি কারুর অজানা নয়। এবার বাহুতে ‘সিংহ’ ট্যাটু করলেন হার্দিক।

নয়াদিল্লি: বিশ্বকাপের পর কিছুদিন খেলা থেকে বিরতি নিয়েছেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ড্য। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে নেই তিনি। তাঁর ট্যাটু-প্রীতি কারুর অজানা নয়। এবার বাহুতে ‘সিংহ’ ট্যাটু করলেন হার্দিক। আর সেই ছবি শনিবারই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁর সেই ছবি তাঁর অনুরাগী মহলে বেশ সাড়া ফেলেছে।
সদ্যসমাপ্ত বিশ্বকাপে ব্যাট ও বলে হার্দিকের পারফরম্যান্স ভদ্রস্থ ছিল। বিগত কয়েকমাস ধরে তাঁর ওপর কাজের বোঝার কথা মাথায় রেখে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। হার্দিকের দাদা ক্রুনাল অবশ্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সফরে ভারতের টি ২০ দলে রয়েছেন। হার্দিক এখনও পর্যন্ত ১১ টেস্ট, ৫৪ একদিনেক ম্যাচ ও ৩৮ টি ২০ ম্যাচ খেলেছেন।View this post on Instagram
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















