Hardik Pandya: তোরা যে যা বলিস ভাই... সমালোচনা গায়ে মাখেন না, জানালেন হার্দিক
Indian Cricket Team: দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে শেষবার মাঠে দেখা গিয়েছিল তাঁকে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল করার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন।
বঢোদরা: দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে শেষবার মাঠে দেখা গিয়েছিল তাঁকে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল করার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই থেকে মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি মুম্বইয়ে ডি ওয়াই পাটিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। আইপিএলের (IPL 2024) আগে নিজেকে ঘষামাজা করছেন বঢোদরার অলরাউন্ডার।
সোশ্যাল মিডিয়ায় এক চ্যাট শোয়ে হার্দিক বলেছেন, 'আমার ভক্তরা একটা জিনিস জানে না যে, আমি বাইরে ঘোরাঘুরি করি না। বাড়িতে থাকতেই পছন্দ করি। গত তিন-চার বছরে খুব একটা বাইরে যাইনি। এমন সময়ই বাইরে বেরিয়েছি যা এড়িয়ে যাওয়া যায়নি, যেমন আমাদের বন্ধুদের কিছু হলে। তা না হলে আমি বাড়িতে থাকতেই পছন্দ করি। এমনও সময় গিয়েছে যে, ৫০ দিন বাড়ির বাইরে বেরোইনি। এমনকী, বাড়ির লিফট পর্যন্তও যাইনি।'
বাড়িতেই জিম, হোম থিয়েটার সহ পছন্দের সব কিছুই রয়েছে, জানিয়েছেন হার্দিক। সুপার কারে তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। হার্দিক জানিয়েছেন, গাড়িটি টেস্ট ড্রাইভের জন্য তাঁর কাছে পাঠানো হয়েছিল। তারপর বলেছেন, 'আমি কখনও সংবাদমাধ্যমে মন্তব্য করি না। কে কী বলল কিছু যায় আসে না।'
Glad to be back doing what I love 🤙 pic.twitter.com/vXlmWANJhs
— hardik pandya (@hardikpandya7) February 26, 2024
প্রথমবার ম্যাচের সেরা হয়ে তিনি ভেবেছিলেন পুরস্কার অর্থ তিনিই পাবেন। তবে পরে জেনে অবাক হন যে, দলের মধ্যে তা ভাগ হয়ে যায়। হার্দিক বলেছেন, 'আমি জানতাম ম্যাচের সেরার পুরস্কার অর্থ সংশ্লিষ্ট ক্রিকেটারই পায়। আমি ম্যাচের সেরা হয়ে ভেবেছিলাম, সব টাকা আমার। পরে জানতে পারি, সেই টাকাটা দলের মধ্যে ভাগ হয়ে যায়। আসলে এটা দলগত খেলা। সকলের প্রচেষ্টার মিলিত ফল হিসাবে পুরস্কার আসে।'
বোর্ডের কথা না মেনে ঘরোয়া ক্রিকেট থেকে দূরে সরে থাকায় বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ। কিন্তু রয়ে গিয়েছেন হার্দিক পাণ্ড্য। এ ক্যাটাগরিতে আছেন তিনি। যা নিয়ে তোপ দেগেছেন ইরফান পাঠানের মতো প্রাক্তন তারকা। তবে হার্দিক রয়েছেন নিজের মেজাজেই।
আরও পড়ুন: স্থানীয় ম্যাচে গড়াপেটার চাঞ্চল্যকর অভিযোগ কোহলির সতীর্থের, রিপোর্ট চেয়ে পাঠাল সিএবি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে